Home> দেশ
Advertisement

Breaking News LIVE Update: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা! লরি-গাড়ির ভয়ংকর সংঘর্ষে মৃ*ত ৪...

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Breaking News LIVE Update: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা! লরি-গাড়ির ভয়ংকর সংঘর্ষে মৃ*ত ৪...
LIVE Blog

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

12 July 2025
12 July 2025 11:00 AM

Shantipur: নদিয়া একদিকে বৃষ্টির জল অন্যদিকে বাধের জল ছাড়ায় জল বেড়েছে ভাগীরথী নদীতে চিন্তায় ভাগীরথীর তীরবর্তী এলাকার মানুষেরা টানা নিম্নচাপ এবং লাগাতার বৃষ্টির কারণে জলস্ফীত হয়েছে ভাগীরথী নদীতে, ফলে গভীর উদ্বেগে ভুগছেন ভাগীরথী নদীর তীরবর্তী এলাকার মানুষজন।

12 July 2025 11:00 AM

Panihati: হোয়াটস অ্যাপে পানিহাটি পুরসভার চেয়ারম্যানের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগ,ঘটনায় ২ জনকে গ্রেফতার করল খরদহ থানার পুলিস।

12 July 2025 11:00 AM

Ghatal: ঘাটালে বন্যার অবনতি, ধীর গতিতে বাড়ছে শিলাবতী ও ঝুমি নদীর জল, জলমগ্ন ঘাটাল পৌরসভা ১৩ টি ওয়ার্ড, ঘাটাল ব্লকের ৬ টি গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত। ডুবে রয়েছে স্কুল, আই সি ডি এস, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, বন্যা কবলিত এলাকায় খোলা হয়েছে মেডিকেল ক্যাম্প, ঘাটাল পৌরসভার দুনম্বর ওয়ার্ড আড়গোড়া এলাকায় রাজ্য সড়ক প্লাবিত, আড়গোড়া রাজ্য সড়কের উপর চলছে সরকারি নৌকা, ঘাটালের পরিস্থিতি মোকাবিলায় সার্বিকভাবে প্রস্তুত রয়েছে মহকুমা প্রশাসন।

12 July 2025 11:00 AM

Bandel Station: রাতের অন্ধকারে ভেঙে গুড়িয়ে দেওয়া হল ব্যান্ডেল স্টেশন চত্বরের দোকানপাট। জেসিবি দিয়ে গতকাল মধ্যরাতে সব দোকান ভেঙে দেওয়া হয়। আগেই উচ্ছেদের নোটিশ দিয়েছিল রেল।সেই নোটিশের বিরোধীতা করে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ঝাঁটা হাতে বিক্ষোভ মিছিল করেছিলেন।হুশিয়ারী দিয়েছিলেন জোর করে উচ্ছেদ করলে প্রতিবাদ হবে। কিন্তু বাস্তবে দেখা গেলো বিনা বাধায় সব দোকান ভেঙে দিলো রেল।জেসিবি চলল প্রচুর আরপিএফ এর উপস্থিতিতে।

12 July 2025 09:00 AM

Barackpur: ব্যারাকপুরে তৃনমুলে ভাংগন,৩০০ তৃণমূল কর্মী যোগ দিলেন বিজেপিতে, অর্জুন সিং-এর হাত থেকে বিজেপির পতাকা নিয়ে বিজেপিতে যোগদান নীলগঞ্জে।

 

12 July 2025 09:00 AM

Sodepur: সোদপুরে দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্র ও গুলি কেনাবেচার কাজ হচ্ছিল।।গোয়েন্দা সূত্রে এমনটাই খবর পায় খড়দহ থানার পুলিস। তারপর পুলিস তদন্ত শুরু করে। গতকাল রাতে গোপন অভিযান চালিয়ে সোদপুর সুভাষ নগর এলাকা থেকে অস্ত্র কেনাবেচার অপরাধে কুখ্যাত দুষ্কৃতী শম্ভু সর্দার ও বিজয় সিংকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার করল খরদহ থানার পুলিস। অভিযুক্তদের কাছ থেকে ওয়ান শাটার বন্দুক,সেভেন এমএম পিস্তল সহ ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিস। আজ অভিযুক্তদের বারাকপুর আদালতে পাঠানো হবে।

12 July 2025 09:00 AM

Paschim Medinipur: লরি ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল চারজনের। শনিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত রানীসরাই এলাকায়। স্থানীয় পুলিস সূত্রে জানা গিয়েছে, আজ সকালে একটি প্রাইভেট গাড়ি জাতীয় সড়ক ধরে খড়্গপুরের দিক থেকে উড়িষ্যার দিকে যাচ্ছিল। বেলদা রানীসরাই এলাকায় লেন ক্রস করার সময় লরি প্রাইভেটকারীর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাইভেটকারের চারজনের মৃত্যু হয়। ইতিমধ্যে পুলিস ঘটনাস্থলে পৌঁছেছে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে।

Read More