জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Bhangar TMC Leader Murder: ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খান খুনে গ্রেফতার আর এক তৃণমূল নেতা মোফাজ্জল। সূত্রের দাবি, এলাকার দখলের জন্য খুন। উত্তর কাশীপুর থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। আরও জানা গিয়েছে, ধৃত নিচুতলার নেতা। এলাকার সব টাকা চলে যাচ্ছিল রাজ্জাকের কাছে, এই কারণে এলাকার দখলের জন্য খুন করে। জেরায় খুনের কথা স্বীকার, দাবি পুলিস সূত্রের।
Purba Bardhaman: পূর্ব বর্ধমানের ভাতারের বামশোর গ্রামে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা ঘর। অল্পের জন্য প্রাণে বাঁচলেন ১২ জন পরিবারের সদস্য। অল্প আহত হয়েছেন দুজন।
Odlabari: ট্রেনের ধাক্কায় মৃত্যু হল মাল ব্লকের ওদলাবাড়ি এলাকার এক বাসিন্দার। মৃতের নাম বিমল সরকার (৪৮)। বাড়ি চেল সেতুর সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে, আনুমানিক আড়াই টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। পরিবারের সদস্যদের দাবি, বিমলবাবুর মৃত্যু হয় বাড়ির পাশ দিয়ে যাওয়া রেল লাইনের উপরেই। মৃতের আত্মীয় সুজন দাস জানান, “রাত প্রায় আড়াইটে নাগাদ খবর পাই বিমলদা ট্রেনের ধাক্কায় মারা গিয়েছেন। তড়িঘড়ি গিয়ে দেখি, বাড়ির পাশেই রেল লাইনের উপর দেহ পড়ে রয়েছে। পরে পুলিস এসে দেহ উদ্ধার করে।”
Siliguri: শিলিগুড়িতে দুই যুবকের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা, উত্তেজনা বানেশ্বর মোড়ে। শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন বানেশ্বর মোড়ের কাছে দুই যুবকের উপর চাকু দিয়ে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিহারের বাসিন্দা ফরিদ নামে এক যুবকের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই যুবক বানেশ্বর মোড়ের কাছে একটি গুদামে কর্মরত।
Purulia: সকাল থেকে হাল্কা মেঘাচ্ছন্ন রয়েছে পুরুলিয়ার আকাশ। গত দুদিন ধরে বিক্ষিপ্ত ভাবে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে জেলায়। গত কয়েকদিনের জল যন্ত্রণা থেকে রেহাই পেয়েছে পুরুলিয়াবাসী। কংসাবতী, কুমারী, শিলাবতি, সুবর্ণরেখা নদীর জলস্তর কিছুটা কমেছে। আজ সকালের দিকে খানিকটা মেঘের আড়ালে উঁকি মারে সূর্য। বৃষ্টি থামতেই চাষের কাজে নেমেছে কৃষকরা। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়ায়।
Diamond Harbour: রাজ্য সরকারের শিক্ষা দফতরের ক্রীড়া বিভাগের উদ্যোগে, আত্মরক্ষা শিক্ষার অংশ হিসেবে স্কুল স্তরের ছাত্রীদের জন্য শুরু হয়েছে ক্যারাটে প্রশিক্ষণ। এই উদ্যোগের অঙ্গ হিসেবে জেলা স্তরের প্রতিযোগিতার আয়োজন করা হয় দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের ভারত সেবাশ্রম সংঘ স্কুল প্রাঙ্গণে।
Ghatal: নতুন করে জল বাড়ছে না ঘাটালের নদী গুলিতে, শিলাবতী ও ঝুমি নদীর জল না বাড়ায় কিছুটা হলেও স্বস্তি ঘাটালবাসীর।ঘাটাল পৌরসভার ১৩ টি ওয়ার্ড,ঘাটাল ব্লকের ৬ টি গ্রাম পঞ্চায়েত এলাকা এখনো প্লাবিত।জলের তলায় একাধিক স্কুল ফলে পঠনপাঠন শিকেয় উঠেছে।এবারের বর্ষার আগের প্রথম দুটি বন্যায় বিঘ্নিত হয়েছিল ঘাটালের বন্যা কবলিত এলাকার স্কুলগুলির পঠনপাঠন।একাধিক স্কুলে জল ঢুকায় এবারও পরিস্থিতি তেমনই।তবে কিছু এলাকায় জল পেরিয়ে ডিঙি নৌকায় করে স্কুলে যেতে দেখা যাচ্ছে ঘাটালের পড়ুয়াদের।
Birbhum: বীরভূমের লাভপুর বিধানসভার আমদপুরের শ্রীনিধিপুর অঞ্চলের কোমরপুর গ্রামে গভীর রাতে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পীযূষ ঘোষকে। শনিবার রাত প্রায় ২টো নাগাদ ফোন পেয়ে বাইকে চড়ে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পাশেই পড়ে ছিল তাঁর বাইক। পুলিস সূত্রে জানা গিয়েছে, একেবারে কাছ থেকে গুলি চালানো হয় তাঁর উপর। পিছন থেকে তার মাথায় গুলি করা হয়েছে। সেখানেই মৃত্যু হয় তার।
Thank you