জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES
দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
PM modi in west bengal: অন্ডাল বিমানবন্দরে মোদীর নামলেন। অন্যদিকে, দুর্গাপুরে সভাস্থলে সর্ট সার্কিটের ঘটনা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে।
Basirhat: বছর ঘুতেই বিধানসভা নির্বাচন তাই বসিরহাট দক্ষিণ বিধানসভা আসনটি ধরে রাখতে এখন থেকেই জন সংযোগের উপর জোর দিয়েছে বসিরহাট দক্ষিণ বিধানসভার চক্ষু চিকিৎসক তৃণমূল বিধায়ক সপ্তর্ষী বন্দোপাধ্যায়। তিনি নিজে একজন চিকিৎসক তাই তিনি সেবালয় নাম দিয়ে বসিরহাট বিভিন্ন জায়গায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির শুরু করেছেন। সেখানে চোখ পরীক্ষা করে যাদের চোখ খারাপ দেখতে পাচ্ছেন না এই রকম ৯ জনের সম্পূর্ণ বিনামূল্যে নিজের হাতে তাদের চোখের অপারেশন করে তাদের চোখের আলো আবার ফিরিয়ে দেন বিধায়ক সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায়। তিনি জানান আরো বিভিন্ন জায়গায় এই শিবির করবেন সেখানে যত পেসেন্ট আসবে তাদের চোখ পরীক্ষা করে যদি দেখা যায় অপারেশন দরকার আছে তাহলে সবাইকেই বিনা বেয়ে তাদের অপারেশন করবেন তিনি।
Jalpaiguri: লাগাতার খবরের জের, গ্রামীণ শপিং মলের আড়ালে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন খাদ্য সামগ্রী সহ ঔষধ বিক্রির অভিযোগ। ইতিমধ্যেই বিডিও এবং ড্রাগ কন্ট্রোল বোর্ড হানা দিয়ে দোকান তালা মেরে দেয়। এই খবর জি ২৪ ঘণ্টায় লাগাতার প্রচার।এরপরই ব্যবসায়ীকে ডেকে নথি যাচাই শুরু করল প্রশাসন। উপস্থিত জলপাইগুড়ি সদর বিডিও, বিএমওএইচ,ড্রাগ কন্ট্রোল বোর্ড ও পুলিস।
Namkhana: বাংলাদেশে ফেরার পথে নামখানার কাছাকাছি মুড়িগঙ্গা নদীতে ধীরে ধীরে ডুবতে শুরু করেছে পণ্যবাহী জাহাজ এমভি সোহান মালতি। জানা গিয়েছে, গত তিন দিন আগে কলকাতার থেকে ছাই ভর্তি করে নিয়ে ওই পণ্যবাহী জাহাজটি আসছিল। ওই এলাকায় আসতেই জাহাজের নিচের অংশ ফুটো হয়ে যায়। সেই সময় ভিতরে জল ঢুকতে শুরু করে। ধীরে ধীরে জাহাজটি নদীতে ডুবতে শুরু করেছে। ওই জাহাজে আট জন নাবিক রয়েছেন। বিষয়টি প্রশাসনের নজরে এসেছে।
Gangasagar: একদিকে প্রশাসন বাদ রক্ষা করতে মরিয়া অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয়ে বারবার ভাঙছে নদী বাঁধ দুশ্চিন্তায় প্রশাসন গঙ্গাসাগরকে কিভাবে বাঁচাবে? বাঁচাবে কিভাবে কপিলমুনি মন্দির কে ভাঙতে ভাঙতে গঙ্গাসাগর মেলার মাঠ গিলতে বসেছে সমুদ্র নিম্নচাপে জেরে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। আর সেই বঙ্গোপসাগরের ঢেউয়েই ভেঙে পড়লো কপিল মুনির মন্দিরের সামনেই ইলেকট্রিক পোস্ট ভাঙলেও স্নান ঘাটের রাস্তা। এর আগেই সমুদ্র ভাঙ্গনে দুই থেকে চার নম্বর স্নানঘাট ভেঙে তছনছ হয়ে গিয়েছিল। পূর্ণ্যার্থীদের স্নানের সুবিধার জন্য প্রশাসনের পক্ষ থেকে এক নম্বর ঘাট মেরামত করা হয়েছিল কিন্তু নদী ভাঙ্গনে এবারে সেই এক নম্বর ঘাট ও ভাঙনের কবলে। এক নম্বর ঘাটের শ্মশানের দিক থেকে প্রায় হাফ কিলোমিটার ইতিমধ্যেই ভেঙে নদীগর্ভে যেতে বসেছে যার জেরে নতুন করে আবারো চিন্তার মেঘ জমেছে সাগর বাসীর মাথায়। ইতিমধ্যে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ও গঙ্গাসাগর উন্নয়ন পর্ষদ ব্লক প্রশাসনের পক্ষ থেকে নদী বাঁধ ভাঙ্গা রুখতে প্রশাসনিক বৈঠক করে এখন লক্ষ্য কিভাবে এই বাঁধ রক্ষা করা যায় কিভাবে গঙ্গাসাগরের মেলা গ্রাউন্ড রক্ষা করা যায় সেটাই এখন দুশ্চিন্তায় প্রশাসন।
Digha: শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসছেন দুর্গাপুরে। আর এই দিনই পুরোহিতদের নিয়ে সদলবলে দীঘার জগন্নাথ ধামে যাচ্ছে তৃণমূল। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। মাস খানেক আগে পূর্ব বর্ধমানের মেমারি থেকে দীঘা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার( এসবিএসটিসি) বাস চালু হয়। ওইদিনই মেমারি ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী ঘোষণা করেছিলেন, তিনি এলাকার পুরোহিতদের নিয়ে দীঘার জগন্নাথ ধাম ঘুরতে নিয়ে যাবেন। যেমন কথা তেমন কাজ। বৃহস্পতিবার সকালে প্রায় ৭০ জন পুরোহিতকে নিয়ে বাস রওনা হল মেমারি থেকে দীঘার উদ্দেশ্যে।
South 24 Parganas: ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ ২৪ পরগনা পাথরপ্রতিমার জি প্লট এলাকায় বিজেপি ও সিপিএমের বেশ কয়েকশো নেতাকর্মী তৃণমূল কংগ্রেসে যোগ করে। ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উত্তর সুরেন্দ্রগঞ্জের তটের বাজারে এক বিশাল কর্মসূচি আয়োজন করা হয়। মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদারের নেতৃত্বে সিপিএম ও বিজেপি থেকে বহু নেতা তৃণমূলে যোগ দেয়। উত্তর সুরেন্দ্রগঞ্জ গ্রাম থেকে বিজেপির বুথ সভাপতি সমীরণ দাস, তার সাথে প্রায় ১০০ জন কর্মী তৃণমূলে যোগ দেন, তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা যোগদানকারীদের হাতে তুলে দিলেন সাংসদ বাপি হালদার ও বিধায়ক সমীর কুমার জানা
Thank you