Home> দেশ
Advertisement

Breaking News LIVE Update: সন্দেশখালির একটি গেস্ট হাউস থেকে উদ্ধার প্রায় ১০ কোটি টাকা জাল নোট!

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Breaking News LIVE Update: সন্দেশখালির একটি গেস্ট হাউস থেকে উদ্ধার প্রায় ১০ কোটি টাকা জাল নোট!
LIVE Blog

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

19 July 2025
19 July 2025 09:15 AM

BJP: বিজেপিকর্মী অভিজিত্‍ সরকার খুনে ৩ পুলিসকে জেলে পাঠাল কোর্ট। পুলিস ইন্সপেক্টর, তত্‍কালীন ওসি,  হোমগার্ডের জামিন খারিজ।  একত্রিশে জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ।  বিড়ম্বনা বাড়ল বিধায়ক পরেশ পাল ও দুই কাউন্সিলরেরও। বারোই অগাস্টের মধ্যে সমন পাঠানোর নির্দেশ। ২০২১-এ ভোট-পরবর্তী হিংসায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। সেই সময় খুন হন কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিত্‍ সরকার। তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।

19 July 2025 09:15 AM

High Court on 21 july: সকাল আটটা পর্যন্ত হেঁটে মিছিল। নটা থেকে এগারোটা পর্যন্ত যানজট করা যাবে না। একুশে সমাবেশের আগে শর্ত বেঁধে দিল হাইকোর্ট।

19 July 2025 09:15 AM

21 July TMC: তৃণমূলের একুশে জুলাই প্রস্তুতি তুঙ্গে। শহরের বিভিন্ন জায়গায় ক্যাম্প। রেকর্ড সংখ্যক ভিড়ের আশায় তৃণমূল নেতৃত্ব।

19 July 2025 09:15 AM

Nadia: ভিনরাজ্যে বাঙালি হেনস্থা-আটক অব্যাহত! হরিয়ানায় আটক নদিয়ার চাপড়ার বহু বাসিন্দা। রুটি-রোজগারের তাগিদে গিয়ে আটক। অনুপ্রবেশকারী সন্দেহে আটক চাপড়ার বাসিন্দারা।

19 July 2025 09:15 AM

Maharashtra: ভিনরাজ্যে কাজে গিয়ে ৭ মাস জেলবন্দি! মহারাষ্ট্রে জেলবন্দি রানাঘাটের ২ ভাই। জেলবন্দি সন্তানদের অপেক্ষায় নিরুপায় পরিবার। গত নভেম্বরে মহারাষ্ট্রে গিয়েছিলেন ২ ভাই। পরিযায়ী শ্রমিক হিসাবে মহারাষ্ট্রে গিয়েছিলেন। ২৭ ডিসেম্বর গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিস। ৭ মাস ছেলেদের খোঁজ খবর মেলেনি। মহারাষ্ট্র থেকে পুলিস-টিম এসেছিল বাড়িতে। তারপর আর খোঁজ খবর নেই নয়ন ও মণিশঙ্করের।

19 July 2025 09:15 AM

Basirhat: বসিরাহাটের মাটিয়াতেও শুটআউট। গুলি চালিয়ে মোবাইল ছিনতাই। মাথায় বন্দুক ঠেকিয়ে ছিনতাই। পালানোর সময় এক দুষ্কৃতী ধরা পড়ে। স্থানীয়দের হাতে ধরা পড়ে দুষ্কৃতী।

19 July 2025 09:15 AM

Basanti: বাসন্তীতে শুটআউট, ঠিকাদারকে লক্ষ্য করে গুলি। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য রক্ষা। বাসন্তী থানায় অভিযোগ দায়ের ঠিকাদারের।

19 July 2025 09:15 AM

Balurghat: বালুরঘাটে ভুল ইঞ্জিকেশনের অভিযোগ। প্রসূতি বিভাগে অসুস্থ ১০-১২ জন। ইঞ্জিকেশন দেওয়ার পরই শ্বাসকষ্ট! গাফিলতির অভিযোগ প্রসূতিদের পরিবারের। রাতেই হাসপাতালে মুখ্য স্বাস্থ্য আধিকারিক। অভিযোগের ভিত্তিতে রিপোর্ট তলব স্বাস্থ্যদফতরের।

Read More