Home> দেশ
Advertisement

Breaking News LIVE Update: তিলজলাতে চোর সন্দেহে গণপিটুনির অভিযোগ!

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Breaking News LIVE Update: তিলজলাতে চোর সন্দেহে গণপিটুনির অভিযোগ!
LIVE Blog

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

24 June 2025
24 June 2025 10:45 AM

Teacher Recruitment Scam: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন। ইডি মামলায় জামিন পেলেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ জামিন দিলেন। তবে এখনই জেল মুক্তি হচ্ছে না কল্যাণময়।

24 June 2025 08:45 AM

অবশেষে স্বস্তি সংবাদ। নতুন করে আর কোনো বিপত্তি না হলে আগামী কাল বুধবার ২৫ জুন ভারতীয় সময় বেলা ১২ টা ১০ মিনিটে মহাকাশের উদ্দেশ্যে রওয়ানা হবে অক্সিঅম স্পেস এক্স ফ্যালকন ৯ মহাকাশ যান। এই যানেই মহাকাশ পাড়ি দেওয়ার কথা ভারতীয় নভোস্কর শুভংশু শুক্লার। সেক্ষেত্রে রাকেশ শর্মার পর দীর্ঘ ৪১ বছর বাদে ফের ভারতীয় কোনো মহাকাশচারী মহাশুন্যে পাড়ি দেবেন।

24 June 2025 08:45 AM

Iran Israel War: ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা, ‘ইরান-ইজরায়েল সহমত হয়েছে’। ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি: ট্রাম্প। প্রথমে যুদ্ধবিরতিতে যাবে ইরান: ট্রাম্প। ‘১২ ঘণ্টা পর যুদ্ধবিরতিতে ইজরায়েল’, ‘১২ দিনের সংঘর্ষ শেষের ঘোষণা করা হবে’, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ট্রাম্পের। ‘এই যুদ্ধ বছরের পর বছর চলতে পারত’, ‘মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত যুদ্ধ’, যুদ্ধবিরতির জন্য দু‘পক্ষকেই অভিনন্দন।

24 June 2025 08:45 AM

Iran Israel War: একদিকে যুদ্ধবিরতি অন্যদিকে নয়া মোড়। ইরাকের বাগদাদে ড্রোন হামলা ইসরায়েলের। ইরাকের বাগদাদে সেনাঘাঁটিতে ড্রোন হামলা। ইরাকে ড্রোন হামলা ইসরায়েলের। 

24 June 2025 08:45 AM

Weather Update: আজও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস। আজও বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। চলতি সপ্তাহে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। রথের আগে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই কলকাতায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বৃষ্টি হলেও অস্বস্তিকর পরিস্থিতি বহাল। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস।

24 June 2025 08:45 AM

Road Accident: ঘোলা কল্যাণী এক্সপ্রেসওয়েতে ট্রেলারের সাথে বাইকের সংঘর্ষ,মৃত ২। আশঙ্কাজনক ২, এলাকায় তুমুল উত্তেজনা। ঘটনাস্থলে ঘোলা থানার পুলিস।

24 June 2025 08:45 AM

Kaliganj By Election: মোলান্ডি গ্রামে নাবালিকার মৃত্যুর ঘটনায় গ্রেফতার ৪। মূল অভিযুক্ত কালু এসকে ও তার বাবা-সহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিস। আজ কৃষ্ণনগর সদর হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হবে।

Read More