Home> দেশ
Advertisement

Breaking News LIVE Update: দীঘায় শুরু বৃষ্টি, তার মধ্যেই বিগ্রহ মন্দির থেকে বের করে রথে বসানোর পর্ব...

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Breaking News LIVE Update: দীঘায় শুরু বৃষ্টি, তার মধ্যেই বিগ্রহ মন্দির থেকে বের করে রথে বসানোর পর্ব...
LIVE Blog

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

27 June 2025
27 June 2025 09:00 AM

Khidirpur Station: খিদিরপুর স্টেশন তৈরিতে শর্তসাপেক্ষে ছাড়পত্র দিল রাজ্য সরকার। মেট্রো রেলকে শর্তসাপেক্ষে দেওয়া হল পার্পল লাইনের খিদিরপুর স্টেশন তৈরির অনুমতি। এরফলে জোকা-ধর্মতলা মেট্রো রুটে খিদিরপুর স্টেশন নিয়ে জট কাটার উজ্জ্বল সম্ভাবনা তৈরি হল।  

 

27 June 2025 09:00 AM

Rath Yatra 2025 in Digha: দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ হচ্ছে কলকাতার ঘরে ঘরে এই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে বিরোধীদলের বক্তব্য দিঘার মন্দির কে নিয়ে একেবারে তৃণমূল রাজনীতি করছে। এবার সেই কটাক্ষের মধ্যে আগুনে ঘি ঢালার মতো বিষয় ঘটল 143 নম্বর ওয়ার্ডে। কলকাতার ১৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্টিনা বিশ্বাস দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদের সাথে বিতরণ করছে তৃণমূলের লিফলেট। যেখানে তৃণমূলের বিভিন্ন কর্মসূচির বিষয় এবং মানুষের জন্য তারা কি কি করেছে সেই বিষয়গুলো একেবারে বড় বড় করে উল্লেখ রয়েছে। এখানেই প্রশ্নচিহ্ন উঠছে তাহলে দীঘার জগন্নাথ মন্দির নিয়ে কি তবে রাজনীতিতে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস?

27 June 2025 09:00 AM

Rath Yatra 2025: জগন্নাথদেব মাহেশ মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে মন্দিরের চাতালে ভক্তদের দর্শন দিলেন।পুজো দিতে জগন্নাথকে ছুঁয়ে একবার প্রনাম করতে ভক্তদের দীর্ঘ লাইন পরেছে মন্দিরের বাইরে।

27 June 2025 08:45 AM

Dhanbad: ধানবাদ থেকে বন্ধুদের সঙ্গে মাইথন জলাধারে বেড়াতে এসে জলে ডুবে মৃত এক। মৃতদেহ উদ্ধার করল পুলিস ও স্থানীয় বাসিন্দারা। পুলিস সূত্রে খবর, বিহার থেকে ধানবাদের কুসুম বিহার এক আত্মীয়ের বাড়িতে আসে পিন্টু চৌধুরী(৩০)। গতকাল সন্ধ্যায় ৬ জন বন্ধুকে নিয়ে মাইথনে আসে বেড়াতে। সেখানে এসে জলে তলিয়ে যায় পিন্টু চৌধুরী। ডুবুরডিহি ও স্থানীয় নৌকা চালকরা মৃতদেহ উদ্ধার করার চেষ্টা চালায়। সকালে মৃতদেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে।

27 June 2025 08:45 AM

Canning: টোটো-বাইক সংঘর্ষে গুরুতর জখম হলেন টোটোর এক যাত্রী ও বাইকের চারজন আরোহী। ঘটনাটি ঘটেছে জীবনতলা থানার অন্তর্গত মৌখালি ব্রীজ সংলগ্ন এলাকায়।গুরুতর জখম চার বাইক আরোহী অতনু দাস,ঈশিতা অধিকারী,শর্মিষ্ঠা অধিকারী,আত্রেয়ী দাস(৭) ও টোটো যাত্রী আশিক খান গুরুতর জখম অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সুত্রে জানা গিয়েছে বারুইপুরের রামনগরের বাসিন্দা অতনু দাস।একই বাইকে চারজন ছিলেন। মৌখালি ব্রীজে ঘুরতে গিয়েছিলেন। সেই সময় একটি টোটোর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মোট পাঁচজন গুরুতর জখম হয়। টোটো চালক আনার হোসেন সেখ তড়িঘড়ি জখমদের উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

27 June 2025 08:45 AM

Bhangar: এবার ISF যোগ দিলেন ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা খয়রুল ইসলামের দাদা আশরাফ মোল্লা। এবার এক অন্য ছবি দেখা গেল ভাঙড়ে। যে ভাঙড় বারবার দেখা গিয়েছে আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছেন আইএসএফ কর্মী সমর্থকরা। এবার তৃণমূল ছেড়ে আইএসএফের যোগ দিলেন দাপটে তৃণমূল নেতা খায়রুল ইসলামের দাদা আশরাফ মোল্লা সহ বেশ কয়েকজন কর্মী বলে দাবি আই এস এফের। ‌

27 June 2025 08:45 AM

Road Accident: রথযাত্রার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে গেল ঘোলা থানার অন্তর্গত মহিষপোতা কল্যাণী এক্সপ্রেসওয়েতে।।বাইকে করে দুজন যুবক ও একজন মহিলা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে যাচ্ছিল। সেই সময় পেছন দিক থেকে আসা চলন্ত লরির ধাক্কায় বাইক নিয়ে ছিটকে পড়ে বাইক আরোহীরা।ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজন যুবক সহ একজন মহিলার। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ঘোলা থানার পুলিস।

Read More