Home> দেশ
Advertisement

Breaking News LIVE Update: কসবাকাণ্ডে গ্রেফতার কলেজের নিরাপত্তারক্ষী!

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Breaking News LIVE Update: কসবাকাণ্ডে গ্রেফতার কলেজের নিরাপত্তারক্ষী!
LIVE Blog

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

28 June 2025
28 June 2025 10:45 AM

Road Accident: কাক ভেরেই মর্মান্তিক দুর্ঘটনা,একটি মোটরসাইকেলের চার। মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত ৩ গুরুতর আহত ১। স্থানীয় মানুষের কাছ থেকে জানা যায় পাথর প্রতিমা থানার রামগংগা গ্রাম পঞ্চায়েতের অর্জুন মোড় এলাকায় সকালেই এলাকার মানুষ বৃষ্টির সময় যখন রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ করে দেখে মোটরসাইকেলটি রাস্তার উপরে পড়ে রয়েছে ভগ্ন অবস্থায়, রাস্তার ধারে ড্রেনে পরপর চারজন পড়ে রয়েছে। তাদেরকে টেনে উপরে তোলার পর দেখা যায় তিনজন মৃত একজন বেঁচে আছে। খবর দেয়া হয় পাথরপ্রতিমা থানায় ঘটনাস্থলে পুলিস পৌঁছে একজনকে উদ্ধার করে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মৃত তিনজনকে পাথরপ্রতিমা হসপিটাল এ নিয়ে যায় এখনো তাদের পরিচয় জানা যায়নি।

28 June 2025 10:45 AM

Panshkura: পাঁশকুড়া ব্লকের রঘুনাথবাড়ি গ্রাম পঞ্চায়েতের পূর্ব শুকুতিয়া গ্রামে একটি পুরনো দোতলা মাটির বাড়ি হঠাৎ ভেঙে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাপা পড়ে মৃত্যু হয়েছে দুই জনের। মৃতদের নাম পুষ্প রানী মাজী (৯২) ও সুষমা গোস্বামী (৬০)। জিসিবি মেশিনের সাহায্যে মাটি সরিয়ে তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

28 June 2025 09:15 AM

Weather Update: নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া প্রভাব। রাজ্যের সর্বত্র বৃষ্টি চলবে, পূর্বাভাস হাওয়া অফিসের। কাল পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে আজ শনিবার ও কাল রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি।

28 June 2025 09:15 AM

Rail Problem: শিয়ালদহ-দমদম সেকশনে ১০ ঘণ্টার পাওয়ার ব্লক। শিয়ালদহ-দমদমে বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন। ২৮ জুন শনিবার রাত ১০:১৫ থেকে বাতিল একাধিক ট্রেন। রবিবার সকাল ৮:১৫ পর্যন্ত একাধিক ট্রেন বাতিল। ৩ ও ২৭ নম্বর ব্রিজের-এর গার্ডার বদল সংক্রান্ত কাজ চলবে।

28 June 2025 09:15 AM

Kaligunje Arrest: কালীগঞ্জের ঘটনার ৫ দিন পরেও অধরা ১৭! কালীগঞ্জের ঘটনায় গ্রেফতার আরও ২। নাবালিকার মৃত্যুর ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে ৭। হাবিবুল শেখ ও নবাব শেখ নামে ২ জন গ্রেফতার।

28 June 2025 09:00 AM

Kasba Law College Incident: ঘটনার সময় কে কে ওই কলেজ এ উপস্থিত ছিলো সেই তালিকা তৈরি করছে পুলিস। শুধু মনোজিৎ সহ এই তিনজন নাকি এই ঘটনার knowledge আর কারুর ছিলো কিনা তা খতিয়ে দেখা হচ্ছে । যারা যারা ওই সময় কলেজএ উপস্থিত ছিলো প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিস সূত্রের খবর। গতকাল ওই ইউনিয়ন রুম থেকে হকিস্টিক উদ্ধার করেছে পুলিস। ঘটনাস্থল থেকেও নমুনা সংগ্রহ করা হয়েছে ।

28 June 2025 09:00 AM

Kasba Law College Incident: আইন কলেজের ইউনিয়ন নেত্রী করে দেওয়ার টোপ দিয়ে তরুণীকে ডাকা হয়। ২৫ জুন বেলা ১২ টা ৫ নাগাদ তরুণী ক্যাম্পাসে আসে। তাকে মনোজিৎ বলে, তোমাকে ভালোবাসি। বিয়ে করতে চাই। প্রথম দিন তোমাকে দেখেই আমার ভালো লেগে গেছে। তরুণী জানায়, তার একজনের সঙ্গে সম্পর্ক আছে। মনোজিৎ পাল্টা জানায়, তারও গার্লফ্রেন্ড আছে। সেই গার্লফ্রেন্ড কে সে ত্যাগ করতে রাজি। তরুণীও যেন তার বয়ফ্রেন্ড কে ত্যাগ করে। রাজি হয়নি তরুণী। তাই ক্রমশঃ আক্রোশে ফেটে পড়ে মনজিৎ। তরুণীর প্যানিক অ্যাটাক হয়। সে হাসপাতালে যেতে চায়। আপত্তি জানায় মনজিৎ।

Read More