জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES--
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Migrant Worker: রাজ্যর উদ্যোগে বিভিন্ন জায়গায় আটকে থাকা ৮০০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার। এখনও পর্যন্ত পানিপথ, হরিয়ানা, বালাসোর, গুরুগ্রাম, ফরিদাবাদ, সুরাট সহ বিভিন্ন জায়গায় আটকে থাকা ৮০০জন উদ্ধার করা হয়েছে। এখনও আটকে আছেন ৫০ জন মতো শ্রমিক। হেল্পলাইন নম্বরে ফোন করে সাহায্যে চান পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবার। সেই তথ্য পাওয়ার পর তাঁদের নাগরিকত্ব, অন্তত তিন পুরুষ ধরে এরাজ্যে বসবাসকারী এই সব তথ্য পর সম্পূর্ণ তথ্য যাচাই করে রিপোর্ট পাঠানো হচ্ছে পুলিসের তরফে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।
Mamata Banerjee: 'বিদ্যাসাগর আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব। বাংলা তথা ভারতে শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান এবং নারীর অবস্থার উন্নতির জন্য তাঁর লড়াই আমরা কখনো ভুলতে পারব না। আমরা আজ যা, তা অনেকটাই তাঁর অবদান - সেই বর্ণপরিচয় থেকে যার শুরু।' বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে এক্স হ্যান্ডেলে আরও একবার ভাষা আন্দোলনে শান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলার নবজাগরণের প্রাণপুরুষ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে জানাই আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
বিদ্যাসাগর আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব। বাংলা তথা ভারতে শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান এবং নারীর অবস্থার উন্নতির জন্য তাঁর লড়াই আমরা কখনো ভুলতে পারব না। আমরা আজ যা, তা অনেকটাই…
— Mamata Banerjee (@MamataOfficial) July 29, 2025
Uluberia: উলুবেড়িয়া থানার অন্তর্গত পীরপুর মালিক পাড়া থেকে বাগনান কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী মানসী দোলুই খবর দেয় বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামানিক ও সুমন্ত দাস কে, যে একটি পূর্নবয়স্ক মেছোবিড়াল স্থানীয় এক গ্রামবাসী উত্তম মালিকের বাড়ির বাথরুমে ভোর রাতে ঢুকে পড়ে। সকালে মেছোবিড়াল দেখে গ্রামের লোকজন রীতিমতো বাঘ বাঘ করে সবদিকে ভুল বার্তা ছড়ায়। খবর পাওয়া মাত্র চিত্রক ও সুমন্ত এলাকায় যায় । মেছোবেড়াল টিকে দেখতে প্রায় ২০০ - ৩০০ জন মানুষ ভিড় করে থাকে । মেছোবিড়াল টি বেরোতেই পারছিল না। বন বিভাগে খবর দেওয়া হয়। ঘন্টাখানেক পরে বন বিভাগের উদ্ধারকারী দল আসে। অনেক কষ্ট করে ভিড় সামলে মেছোবিড়াল টিকে উদ্ধার করা হয়। এলাকার কিছু সচেতন যুবক সাহায্যের জন্য এগিয়ে আসেন। গ্রামের বেশিরভাগ লোকজন প্রথমে চেয়েছিল বাঘরোল টি যাতে চিড়িয়াখানায় নিয়ে চলে যাওয়া হয়। তখন চিত্রক, সুমন্ত, মানসী ও গ্রামের কিছু যুবক পুরো গ্রাম কে এই মেছোবিড়াল সম্বন্ধে দীর্ঘ বক্তব্য দেয় এবং পরিবেশে মেছোবিড়ালের কি গুরুত্ব সেটা বোঝায়। সবটা শোনার পরে ছোটো ছাত্রছাত্রী রা মেছোবিড়াল টিকে গ্রামেই ছেড়ে দেওয়ার জন্য বলতে থাকে। অবশেষে গ্রামের মানুষ জন ও রাজি হয়। রেঞ্জ অফিসার রাজেশ মুখার্জীর তত্ত্বাবধানে স্থানীয় ব্লক পশু চিকিৎসা কেন্দ্র থেকে একজন পশু চিকিৎসক আসেন এবং মেছোবিড়াল টিকে পর্যবেক্ষণ করে সম্পূর্ণ সুস্থ বলে জানান।
North 24 Pargana: বৃষ্টির কারণে গ্রামের রাস্তা জলমগ্ন হওয়ায় গ্রামবাসীরা চরম সমস্যায় পড়েছেন। কাঁচা রাস্তা হওয়ায় জল সহজে বের হতে পারছে না, যার ফলে চলাচলে অসুবিধা হচ্ছে এবং দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে এরই প্রতিবাদে পাকা রাস্তার দাবীতে উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জের সাহেব খালি পঞ্চায়েতের রামপুর পূর্বপাড়ায় বাসিন্দারা প্লাকার্ড হাতে বিক্ষোভ দেখায়। বৃষ্টির কারণে গ্রামের রাস্তা জলমগ্ন হওয়ায় গ্রামবাসীদের দুর্ভোগ চরমে উঠেছে। কাঁচা রাস্তা হওয়ার কারণে জল জমে থাকার ফলে সাধারণ মানুষের চলাচল কঠিন হয়ে পড়েছে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনা-নেওয়া করাও সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া বা শিশুদের স্কুলে যাওয়া কষ্টকর হয়ে পড়েছে।
Jalapiguri: জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে এক বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃত বন্দি হিরেন রায়, জলপাইগুড়ি বেরুবাড়ি, শিঙিমারি এলাকার বাসিন্দা, বয়স আনুমানিক ৭০, জেল সূত্রে জানা যায় কয়েকদিন ধরে বন্দী শ্বাসকষ্ট জড়িত অসুস্থতার কারণে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর, ছুটি হলে, পরে তাকে কেন্দ্রীয় সংশোধনাগার হাসপাতালে রাখা হয়। সোমবার বিকেল নাগাদ ওই হাসপাতালে বাথরুমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা গেলে উদ্ধার করে কেন্দ্রীয় সংশোধনের কর্মীরা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ঘোষণা করে। আজ মৃতদেহ ময়না তদন্ত হওয়ার কথা। জেল সূত্রে খবর, বাথরুমের ভেতরে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় এই বন্দিকে উদ্ধার করা হয়েছে। তবে জেলের ভেতরে এভাবে বন্দীর মৃত্যুতে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়।
Paschim Medinipur: পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর এর কলাইকুন্ডার বাসিন্দা কুনামি টুডু,নবম শ্রেণী থেকেই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মেচগ্রামের বীণাপাণি গুরুকুল হোস্টেল ও ট্রাস্টে পড়াশোনা করত। ক্লাসে প্রথম হত সে।বর্তমানে বীণাপাণি গুরুকুল হোস্টেলে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল মৃত আদিবাসী ছাত্রীটি। ওই আবাসিক স্কুলের ছাত্রীনিবাসের বাথরুম থেকে তাঁর ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। ছাত্রীর মৃত্যুর ঘটনায় শোরগোল শুরু হয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে গতকাল বিকেলে। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে পাঁশকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে পাঁশকুড়া থানার পুলিশ। কি কারনে মৃত্যু তা স্পষ্ট না হলেও তার পরিবারের অভিযোগ ওই আবাসিক স্কুলের সহপাঠীর সাথে গন্ডগোল। সিনিয়ারদের টর্চার চলতো ছাত্রীকে নানান ভাবে,মৃত ছাত্রীদের পরিবারের দাবি।গাফিলতির কথা এক প্রকার স্বীকার করে নেয় স্কুল কর্তৃপক্ষ। মেয়ের মৃত্যুর সঠিক তদন্ত চায় এমনটাই দাবি মৃত ছাত্রটির পরিবারের। যদিও পাঁশকুড়া থানায় এখনো কোন অভিযোগ দায়ের করা হয়নি পরিবারের পক্ষে।
Medical College: সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল গুলিতে রোগীদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে,গাফিলতি বরদাস্ত নয়। চিকিৎসকরা হাসপাতালে আদৌও রোগী দেখছেন কি? কতজন রোগী দেখেছেন? হাসপাতালে আসা রোগীদের ভুয়ো রেকর্ড তৈরি করছেন না তো? হাসপাতালের আউটডোরে, অথবা জরুরি বিভাগে, কতজন রোগী আসছেন। আর তাদেরকে কোন কোন চিকিৎসক দেখছেন, হাসপাতালে ভর্তি করছেন।রোগীদের তথ্য সহ চিকিৎসকের সই সহ তালিকা প্রস্তুত রাখতে কড়া নির্দেশ জাতীয় মেডিকেল কমিশনের। এই মর্মে, রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের প্রিন্সিপাল, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ কে চিঠি পাঠালো জাতীয় মেডিকেল কমিশন। অবিলম্বে নির্দেশ মানতে হবে, প্রত্যেকটি মেডিকেল কলেজকে। এছাড়াও, রোগীর বিভিন্ন চিকিৎসার রিপোর্টে অধ্যাপক চিকিৎসকদের সই যেন থাকে। জাতীয় মেডিকেল কমিশনের পরিদর্শনের সময় যদি দেখা যায় রোগীদের তালিকা তৈরি সময় ভুয়ো রেকর্ড তৈরি করা হয়েছে, ধরা পড়লে ব্যবস্থা নেওয়া হতে পারে সেই চিকিৎসকের বিরুদ্ধে। এমনই ভাবে সমস্ত মেডিকেল কলেজকে সতর্ক করে চিঠি দিল জাতীয় মেডিকেল কমিশন।
Thank you