Home> দেশ
Advertisement

Breaking News LIVE Update: পার্ক সার্কাস সাত মাথার ওপরে উড়ালপুলে ভয়ংকর দুর্ঘটনা! বাইক থেকে ছিটকে তরুণী-সহ দুজন মৃত

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Breaking News LIVE Update: পার্ক সার্কাস সাত মাথার ওপরে উড়ালপুলে ভয়ংকর দুর্ঘটনা! বাইক থেকে ছিটকে তরুণী-সহ দুজন মৃত
LIVE Blog

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

29 June 2025
29 June 2025 11:30 AM

North 24 Paragana: অধিক রাতে মিনাখাঁ থানার পুলিসের কাছে খবর আসে উত্তর ২৪ পরগণার মিনাখাঁ থানার  মালঞ্চ এলাকায়   কয়েকজন অপরিচিত যুবক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির উদ্দেশ্য ছক কষছে। গোপনসূত্রে এই খবর পাওয়া মাত্রই মিনাখাঁ থানার পুলিস ঘটস্থলে গেলে পুলিস আসতে দেখে বাকিরা পালিয়ে গেলেও  আলী সরদার, রাকেশ সর্দার, মিজানুর মোল্লা নামে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় লাইলনের দড়ি, লোহার রড ও ধারাল অস্ত্র। পুলিসের জেরায় তারা স্বীকার করে যে তারা ওই এলাকায় দাঁড়িয়েছিল কয়েকটি বাড়িতে ডাকাতির জন্য। তারপর তাদের গ্রেফতার করে পুলিস। 

29 June 2025 11:30 AM

Purulia: পুরুলিয়ায় বজ্রাঘাতে মৃত দুই। শনিবার সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটে বান্দোয়ান থানার কুচিয়া গ্রামে। মৃতদের নাম সুশেন হেমব্রম (১৬) ও জয়ন্ত মর্মু (১৪)। জানা যায়, গতকাল সন্ধ্যায় হঠাৎ বৃষ্টিপাতের সঙ্গে প্রবল বজ্রপাত শুরু হয় এলাকায় । সেই সময় কুচিয়া গ্রাম সংলগ্ন মাঠে বজ্রাঘাতে গুরুতর আহত হয়ে অচৈতন্য অবস্থায় পড়ে থাকে সুশেন হেমব্রম ও জয়ন্ত মর্মু (১৪) । স্থানীয়রা তা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিস এসে স্থানীয়দের সহযোগিতায় দুজনকে উদ্ধার করে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। আজ দেহ দুটির ময়নাতদন্ত হবে পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে।

29 June 2025 08:45 AM

Kasba Law College Incident: কসবাকাণ্ড নিয়ে মদন মিত্রের দাবি ফাঁকা কলেজ তা জানা সত্ত্বেও তিনি গেলেন কেন। যখন গেলেন তখন কাউকে নিয়ে গেলেন না কেন। বন্ধু হোক বা মা বাবা কাউকে তো নিয়ে যেতে পারতেন। মদন মিত্র আবেদন সব মেয়েদের কাছে এই ভাবে কেউ ডাকলে একা জাবেন না। কাউকে না পেলে তৃণমূল পার্টি অফিসে জানাতে পাটির কর্মীরা নিরাপত্তার দায়িত্ব নেবে।আর এর থেকেই উঠছে প্রশ্ন তাহলে কি সত্যিই বাংলার মহিলারা কি সুরক্ষিত নন। আর তিনি যে বলছেন তৃণমূল কর্মীরা মহিলাদের সুরক্ষার দায়িত্ব নেবে তা হলে প্রশাসন কি করবে। তা ছাড়া নির্যাতিতা কে যে ধর্ষণ করেছে সেও তার দলেরই এক নেতা। তবে যে বা যারা এই কাজ করেছেন যদি প্রমান হয় তা হলে তার কঠর শাস্তির দাবিও করেন। 

 

29 June 2025 08:45 AM

Canning: বর্ষার শুরুতেই দক্ষিণ ২৪ পরগনা জেলা জুলে বিষধর সাপ কালাচ, কেউটে ও চন্দ্রবোড়া সাপের উপদ্রব প্রচুর বেড়ে গিয়েছে। শুধুমাত্র ক্যানিং মহকুমা হাসপাতালে প্রতিদিনই ১০/১২ জন্য সাপের কামড়ে আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন চিকিৎসার জন্য। জেলার পাশাপাশি এবার ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বরে সাপের উপদ্রব পরিলক্ষিত। যা রোগী ও চিকিৎসকদের কাছে উদ্বেগজনক।  ক্যানিং মহকুমা হাসপাতালের ‘মাতৃমা’ বিল্ডিংয়ের কাছ থেকে উদ্ধার হয়েছিল বিষধর কেউটে সাপ। আতঙ্ক ছড়িয়েছিল। এবার হাসপাতালের মধ্যে সাপের কামড়ে আক্রান্ত হলেন ক্যানিং মহকুমা হাসপাতালের অস্থায়ী কর্মী শুভঙ্কর মন্ডল।  সকালে তাকে একটি কেউটে সাপ কামড় দেয়।তড়িঘড়ি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

29 June 2025 08:45 AM

Kasba Law College Incident: কসবার ল কলেজে  ছাত্রীর ধর্ষণের ঘটনাকে ধিক্কার জানিয়ে অবিলম্বে সমস্ত দোষীদের গ্রেফতার এবং কলেজে কলেজে সুস্থ রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন এর দাবি জানিয়ে জলপাইগুড়িতে মিছিল করে ছাত্র যুব মহিলা কর্মী নেতৃবৃন্দ। সুবোধ সেন ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়ে ডিবিসি রোড, কদমতলা কামারপাড়া ঘুরে ডিবিসি রোডে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেন ছাত্র যুব মহিলারা।

29 June 2025 08:45 AM

Kasba Law College Incident: কষবা ল কলেজের ছাত্রীকে ধর্ষনের প্রতিবাদে পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি  বিজেপির। জলপাইগুড়িতে মিছিল করে কদমতলা মোড় অবরোধ করে বিক্ষোভ বিজেপির। পুলিস, মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী পদত্যাগ, এই ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের শাস্তির দাবিতে এই বিক্ষোভ বলে বিজেপি নেতৃত্ব জানান।

29 June 2025 08:45 AM

Kasba Law College Incident: ম্যাংগো ওরফে মনোজিতের আরও কীর্তির বয়ান লিখে সামাজিক মাধ্যমে পোস্ট ওই কলেজেরই আরেক প্রাক্তনীর। ম্যাংগোর 'দাদাগিরি'র জন্য কলেজও ছাড়তে বাধ্য হয়েছিলেন ওই পড়ুয়া।

29 June 2025 08:45 AM

Kasba Law College Incident: কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই পুনর্নির্মাণ করেছে পুলিস। হেফাজতে অভিযুক্তদের মুখোমুখি জেরায় একে অপরের বিরুদ্ধে দায় ঠেলাঠেলি অভিযুক্তদের মধ্যে। মনোজিতের নির্দেশেই ছাত্রীকে টেনেহিচড়ে গার্ডের রুমে নিয়ে যায় প্রমিত ও জায়েব, দাবি পুলিসের জেরায়। অভিযুক্তদের বয়ানে বেশ কিছু জায়গায় অসঙ্গতি ও পরস্পর বিরোধী। মনোজিতের মোবাইল ছাড়াও জায়েবের মোবাইল এও মিলেছে ঘটনার সময়ের কিছু ছবি।

Read More