জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Canning: অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে ক্যানিংয়ে বাড়ি তৈরী করে বসবাস শুরু করেছিল এক বাংলাদেশী। স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে পুলিস। ওই বাংলাদেশী যুবকের নাম আকবর মোল্লা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার ইটখোলা পঞ্চায়েতের মধুখালী এলাকায়।
Mamata Banerjee: বীরভূমের পর এবার ঝাড়গ্রাম। আাগামী ৬ আগস্ট ঝাড়গ্রাম যাবেন মুখ্যমন্ত্রী। ৭ আগস্ট ভাষা আন্দোলনের মিছিল করতে পারেন মমতা। এমনকী আগস্টে মাঝামাঝি উত্তরবঙ্গও যেতে পারেন মুখ্যমন্ত্রী। সেখানে কুচবিহারেও ভাষা আন্দোলনের প্রতিবাদ মিছিলের পরিকল্পনা চলছে।
President Draupadi Murmu: রাষ্ট্রপতি সফরে পুলিসি নিরাপত্তা ব্যবস্থা:
১) দক্ষিণেশ্বর থেকে রাজভবন গোটা রুট কে ৩ টে জোনে ভাগ করা হয়েছে।
২) প্রতি জোনের দায়িত্বে ২ জন করে ডিসি পদমর্যাদার অফিসার। তাদের নেতৃত্বে জোন পিছু প্রায় ১০০০ পুলিসের ফোর্স।
৩) রুটের মধ্যে থাকা বেশ কিছু বহুতল থেকে নজরদারী চালানো হবে।
৪) চিৎপুর কাশিপুর শ্যামপুকুর বড়তলা গিরিশ পার্ক জোড়াসাঁকো বৌবাজার থানা কে বিশেষ নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে।
৫) লাইন অফ রুট এর দায়িত্বে থাকবেন জয়েন্ট সিপি ট্র্যাফিক।
Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট বোর্ডের সদর দফতর থেকে চুরি সাড়ে ৬ লাখ টাকা মূল্যের আইপিএল জার্সি। চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ফারুক আসলাম খান নামে এক নিরাপত্তারক্ষীকে। চুরি হওয়া জার্সিগুলি বিক্রি করা হয়েছিল হরিয়ানার এক ব্যক্তিকে। পুলিসের কাছে অপরাধ স্বীকার করেছেন ফারুক।
Weather: সাত সকালে সাত জেলায় ঝড়-বৃষ্টি। আগামী দু তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সতর্কতা। সাত জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা। কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ঝড়-বৃষ্টির সতর্কতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। থাকবে বজ্রপাতের আশঙ্কা সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দপ্তরের।
Russia Earthquake: রাশিয়ার পূর্ব উপকূলে ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর হাওয়াই ও আলাস্কায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) ভোর রাতে রাশিয়ার পূর্বাঞ্চলীয় পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে ১২৫ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরতায় আঘাত হানে। খবর রয়টার্সের। রাশিয়ার পূর্বাঞ্চলীয় পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি উপকূলের কাছে ৮ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পর হাওয়াই ও আলাস্কায় সুনামি সতর্কতা জারি করেছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র।
President Draupadi Murmu: বিমানবন্দরে অবতরণের পর কল্যানী এইমস হয়ে সড়কপথে দক্ষিণেশ্বর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফর ঘিরে আজ যান নিয়ন্ত্রণের ঘেরাটোপে শহর ও শহরতলীর একাধিক রাস্তা। আজ বিকেল ৪ টে থেকে রাত ৯ টা পর্যন্ত বি টি রোড, বিধান সরণী, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, ভূপেন বসু অ্যাভিনিউ, যতীন্দ্র মোহন অ্যাভিনিউ, চিত্তরঞ্জন অ্যাভেনিউ, বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, লালবাজার স্ট্রিট, ওল্ড কোর্ট হাউজ রোড, গভর্নমেন্ট প্লেস পূর্ব, এবং রানী রাসমণি অ্যাভিনিউ তে যান চলাচল নিয়ন্ত্রিত এবং কোনো একটা সময় সম্পূর্ণ বন্ধ থাকতে পারে।
South 24 Parganas: গ্রামের পুকুরে হঠাৎ করে আস্ত একটি বিশালাকৃতির কুমির! এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার কুলপি ব্লকের রামকিশোর অঞ্চলের উত্তর রামকৃষ্ণ গ্রামে। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পাশেই একটি বড় পুকুরে মঙ্গলবার সন্ধ্যায় প্রথম কুমিরটিকে ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। আচমকা পুকুরের জলে কুমির দেখে আতঙ্কে হইচই শুরু হয় এলাকায়।
Nagrakata: নাগরাকাটায় রেল দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের, শোকের ছায়া নাথুয়া এলাকায়। অভিযোগ নেশাগ্রস্ত অবস্থায় রেললাইনে বসে থাকার জেরে প্রাণ হারাল দুই যুবক। গভীর রাতে মালবাজার মহকুমার নাগরাকাটা রেল স্টেশনের কাছাকাছি এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত দুই যুবকের নাম সঞ্জয় ওরাও (৩৫) এবং বিকাশ ওরাও (৩৪)। উভয়ের বাড়ি বানারহাট ব্লকের নাথুয়া এলাকায়।
Uluberia: উলুবেড়িয়ায় ‘আক্রান্ত’ মহিলা স্বর্ণ ব্যবসায়ী। নিজের ফ্ল্যাট থেকে টেনেহিঁচড়ে বার করে দেওয়ার অভিযোগ। উলুবে়ড়িয়া থানার সামুইপাড়ার ঘটনা। ফ্ল্যাটে একাই থাকেন আক্রান্ত মহিলা। গাড়ি রাখা নিয়ে অশান্তির সূত্রপাত। এরপর মহিলা ব্যবসায়ীকে শারীরিক হেনস্থার অভিযোগ। উলুবেড়িয়া থানায় নালিশ করেও সুরাহা হয়নি বলে অভিযোগ। মহিলার ফ্ল্যাটে তালা দিয়ে দেওয়ার অভিযোগ। আতঙ্কে নিজের ফ্ল্যাটে ফিরতে পারছেন না মহিলা ব্যবসায়ী।
Bardhaman: জাতীয় সড়কে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার অভিযোগ। বর্ধমানের ব্যবসায়ী কৃশানু সামন্ত ৩ লক্ষ টাকা নিয়ে যাচ্ছিলেন। কোলাঘাটে মুম্বই রোডে পথ আটকায় কয়েকজন দুষ্কৃতী। গাড়ি থেকে নামিয়ে অপহরণের চেষ্টা করে বলে অভিযোগ। চলন্ত গাড়ি থেকেই ঝাঁপ দেন ব্যবসায়ী। ব্যবসায়ীর চিত্কারে তত্পর হন স্থানীয় বাসিন্দা ও পুলিস। কোলাঘাট থানার পুলিস ধাওয়া করে। দুষ্কৃতীদের গাড়ি ও চালককে আটক করে পুলিস। পলাতক মূল অভিযুক্তরা।
Pingla: ফের বিজেপি শাসিত রাজ্যে বাঙালি বিদ্বেষের অভিযোগ। পিংলার ১০ যুবককে নির্যাতনের অভিযোগ। গুজরাত পুলিসের বিরুদ্ধে অভিযোগ। যুবকদের বাংলাদেশি সন্দেহে সুরাট ক্রাইম ব্রাঞ্চে নিয়ে যাওয়া হয়। পরে পশ্চিম মেদিনীপুরের পুলিস সুপারের হস্তক্ষেপে থানা থেকে মুক্তি। মঙ্গলবার থেকে ফিরতে শুরু করেছেন এই ১০ জন। ফিরে এসেছেন পিংলার গোবর্ধনপুরের বাসিন্দা অরূপ জানা। ‘আধার, ভোটার কার্ড দেখানো সত্ত্বেও কর্ণপাত করেনি সুরাট পুলিস’। ফিরে আসার পর জানালেন আতঙ্কিত অরূপ জানা।
Thank you