Home> দেশ
Advertisement

Breaking News LIVE Update: পুজো দোরগোড়ায়! দুর্গাপুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী...

WB LIVE News Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Breaking News LIVE Update: পুজো দোরগোড়ায়! দুর্গাপুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী...
LIVE Blog

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES--

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

31 July 2025
31 July 2025 12:45 PM

Bankura: পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় এক যুবককে গ্রেফতার করল বাঁকুড়ার তালডাংরা থানার পুলিস। পুলিস জানিয়েছে ধৃত যুবকের নাম্র নূর ইসলাম মল্লিক। ধৃত যুবককে আজ খাতড়া মহকুমা আদালতে পেশ করা হয়। স্থানীয়ভাবে জানা গেছে গত সোমবার সন্ধ্যায় বাঁকুড়ার তালডাংরা থানা এলাকার পঞ্চম শ্রেণীর এক ছাত্রী পাড়ার অদূরে থাকা বাজারে চকোলেট, বিস্কুট কিনতে যায়। সেখান থেকে ফেরার পথে আচমকাই ওই ছাত্রীর পথ আটকায় পার্শ্ববর্তী গ্রামের এক যুবক। অভিযোগ নাবালিকাকে অন্ধকার একটি গলিতে টেনে নিয়ে গিয়ে হাতে করে মুখ চাপা দিয়ে ওই ক্ষুদে পড়ুয়ার শ্লীলতাহানি করে যুবক। কোনোক্রমে অভিযুক্ত যুবকের হাত ছাড়িয়ে সেদিন বাড়িতে ফিরে আসে ওই পড়ুয়া। পরিবারের দাবি বাড়িতে ফিরেই ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে ওই পড়ুয়া। 

31 July 2025 12:00 PM

TMC: রাজ্যে ফের তৃণমূল নেতা খুন। কোন্নগরের কানাইপুর তৃণমূল পঞ্চায়েত সদস্যকে ধারাল অস্ত্রের কোপ। রাতে এসএসকেএমে মৃত্যু পিন্টু চক্রবর্তীর। স্থানীয় ব্যবসায়ী সমিতির সভাপতিও ছিলেন পিন্টু চক্রবর্তী। গতকাল সন্ধেয় দুষ্কৃতীরা চড়াও হয়। ধারাল অস্ত্রের কোপে তাঁর হাত কেটে পড়ে যায়। আততায়ীদের খোঁজে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিস।

31 July 2025 12:00 PM

Fake Note: সন্দেশখালির পর হিঙ্গলগঞ্জ, ফের উদ্ধার জাল নোট। যোগেশগঞ্জ স্বরুপকাঠি এলাকায় উদ্ধার জাল ১৮ হাজার টাকা। দিবস মণ্ডল নামে এক যুবক গ্রেফতার। এছাড়াও, পারঘুমটি এলাকায় গ্রেফতার মামুন গাজি নামে এক ব্যক্তি। মামুন গাজির থেকে উদ্ধার জাল ২১ হাজার টাকা। সুন্দরবনের দুই এলাকায় জাল টাকা উদ্ধারে চাঞ্চল্য। সন্দেশখালিকাণ্ডে সঙ্গে যোগ আছে কিনা তদন্তে পুলিস। সম্প্রতি সন্দেশখালিতে ১০ কোটি টাকার জাল নোট উদ্ধার। 

31 July 2025 10:00 AM

Teesta River: জল অনেকটাই নেমেছে। আপাতত চিন্তামুক্ত জলপাইগুড়ি বিস্তীর্ণ এলাকার তিস্তা পারের বাসিন্দারা।তিস্তা নদীর মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার পর্যন্ত হলুদ সর্তকতার পাশাপাশি nh31 জলঢাকাতে হলুদ সতর্কতা বলে  রিজিওনাল ফ্লাড কন্ট্রোল রুম, জলপাইগুড়ি সূত্রে বৃহস্পতিবার সকালে জানা যায়। এনএইচ 31 জলঢাকার নদীর ওপর গতকাল রাতে লাল সতর্কতা জারি করা হলেও আজ সকালে লাল উঠিয়ে নেওয়া হয়েছে। সংরক্ষিত এলাকায় জারি হলুদ সতর্কতা করা হয় বলে রিজিওনাল ফ্লাড কন্ট্রোল রুম, জলপাইগুড়ি সূত্রে বৃহস্পতিবার সকালে জানা যায়। আজ জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পরিমাণ ১৩.৬০ মিলিমিটার। তিস্তা নদীর উপর মেখলিগঞ্জ-বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি। তিস্তার দমহনিরতে আজ বৃহস্পতিবার এই মুহূর্তে কোন সতর্কতা নেই। পাহাড়ের কালিঝরা ব্যারেজ এবং জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে। আজ সকাল ৮ টায় জল ছাড়ার পরিমাণ, কালিঝরা ব্যারেজ ১৪৪১.০০ এবং  গজলডোবা তিস্তা ব্যারেজ ১৩৬৭.৩৫ কিউমেক জল ছাড়া হয়েছে।

31 July 2025 10:00 AM

Bengal Files: বেঙ্গল ফাইল সিনেমা নিয়ে রাজ্যে দায়ের FIR। হাইকোর্টে দ্বারস্থ ডিরেক্টর বিবেক অগ্নিহত্রী, প্রডিউসার সহ তিনজন। দায়ের হওয়া FIR বাতিল করার আবেদন। লেকটাউন থানায় অভিযোগ দায়ের।

31 July 2025 10:00 AM

Kolkata Metro: চাঁদনীতে মেট্রোয় ধোঁয়া,  বিপত্তি। সাত সকালেই মেট্রোয় বিভ্রাট। বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ চাঁদনী চক মেট্রো স্টেশনে একটি মেট্রোর রেক প্রবেশ করতেই একটি কামরার নিচ থেকে আগুনের ফুলকি দেখা যায়। ধোঁয়া বের হতেই যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। মেট্রো রেকটিকে খালি করে দেওয়া হয়। এরপর বেশি কিছুক্ষণ পরিষেবা ব্যাহত হয়। রেকটিকে খালি করে কারশেডে নিয়ে যাওয়া হয়। ওই রেকের যাত্রীদের পরবর্তী মেট্রোতে পাঠানো হয়। ৮ টা ২ থেকে ৮ টা ৩৮ মেট্রো পরিষেবা আংশিক বিঘ্নিত। 

31 July 2025 09:45 AM

Durga Puja: বাঙালি এবং দুর্গাপুজো অঙ্গাঙ্গী ভাবে যুক্ত। গত কয়েক মাস ধরে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস একাধিক রাজ্যে বাঙালি হেনস্হার অভিযোগে সরব। এই পরিস্থিতিতেই আজ দুর্গাপুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। বিকেল পাঁচটায় বৈঠক। আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী বাঙালি অস্মিতা এবং বাংলা ভাষার সম্মান নিয়ে পূজা কমিটি গুলোর কাছে কোন আবেদন রাখেন কিনা সেই দিকে নজর। পাশাপাশি লক্ষ্য থাকছে পুজো কমিটিগুলোকে সরকারের পক্ষ থেকে যে আর্থিক অনুদান দেওয়া হয় সেটা ১ লক্ষ হয় কিনা। 

Read More