Home> দেশ
Advertisement

সংসদে ঢুকল ফুটবল!

সংসদ ভবনের বাইরে ফুটবলের প্রচারে সাংসদরা। সাংসদদের মুখের কথা কাড়ার বদলে বল কাড়ছেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন। বল পায়ে পড়তেই স্বমহিমায় প্রসূন ব্যানার্জি। শট মারছেন রূপা গাঙ্গুলির মত মহিলা সাংসদ। সংসদ চত্বরেই বল কাড়াকাড়ি ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল,ফেডারেশন সভাপতি প্রফুল্ল প্যাটেলের। বুধবার সকালেএরকম অনেক অভিনব ছবি দেখল রাজধানী। ভারতের মাটিতে আসন্ন অনূর্ধ্ব বিশ্বকাপ উপলক্ষে তার প্রচারে নামলেন দেশের সব সাংসদ। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল ফুটবল তুলে দিলেন স্পিকার সহ সাংসদদের হাতে। উপস্থিত ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়াও। (GST চালু হলে মুদ্রাস্ফীতির আশঙ্কাও নেই : অরুণ জেটলি) 

সংসদে ঢুকল ফুটবল!

ওয়েব ডেস্ক: সংসদ ভবনের বাইরে ফুটবলের প্রচারে সাংসদরা। সাংসদদের মুখের কথা কাড়ার বদলে বল কাড়ছেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন। বল পায়ে পড়তেই স্বমহিমায় প্রসূন ব্যানার্জি। শট মারছেন রূপা গাঙ্গুলির মত মহিলা সাংসদ। সংসদ চত্বরেই বল কাড়াকাড়ি ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল,ফেডারেশন সভাপতি প্রফুল্ল প্যাটেলের। বুধবার সকালেএরকম অনেক অভিনব ছবি দেখল রাজধানী। ভারতের মাটিতে আসন্ন অনূর্ধ্ব বিশ্বকাপ উপলক্ষে তার প্রচারে নামলেন দেশের সব সাংসদ। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল ফুটবল তুলে দিলেন স্পিকার সহ সাংসদদের হাতে। উপস্থিত ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়াও। (GST চালু হলে মুদ্রাস্ফীতির আশঙ্কাও নেই : অরুণ জেটলি

মহিলা সাংসদদের মধ্যে ফুটবল ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। 

Read More