জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লুধিয়ানায় ফের 'মুসকান' কাণ্ড! নীল ড্রামে মিলল দেহ (Ludhiana Drum Murder)। পাঞ্জাবের লুধিয়ানায় নীল ড্রামের মধ্যে এক যুবকের দেহ উদ্ধার হয়েছে (Ludhiana Drum Murder Case)। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত যুবকের নাম-পরিচয় এখনও জানা যায়নি। কিন্ত তাঁকে যে খুন করা হয়েছে, সেটা পুলিসের প্রাথমিক তদন্তে স্পষ্ট।
নীল ড্রামবন্দি যুবকের দেহ!
পুলিস নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, নীল ড্রামের মধ্যে নিহত যুবকের গলা ও পা দড়ি দিয়ে বাঁধা ছিল। তীব্র কটূ গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিসে খবর দেয়। তারপর পুলিস এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। শরীরে আর কোনও আঘাতের চিহ্ন নেই বলেও জানা গিয়েছে। তাহলে কী করে মৃত্যু হল ওই যুবকের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে পরই তা নিশ্চিত করে জানা যাবে বলে জানিয়েছে পুলিস। পাশাপাশি কে বা কারা ওই যুবককে খুন করল, সেই বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিস।
৪২টি ড্রামের খোঁজ!
একইসঙ্গে পুলিস জানিয়েছে, সন্দেহ করা হচ্ছে যে, ড্রামটি খুনের কিছু আগে কেনা হয়েছিল। লুধিয়ানায় ড্রাম তৈরির একটি কারখানাও খুঁজে পেয়েছে পুলিস। যেখানে ৪২টি নতুন ড্রামের খোঁজ পেয়েছে পুলিস। মনে করা হচ্ছে, সেখান থেকেই কেনা হয়েছিল ড্রামটি। তদন্তে নেমে এলাকার ও পার্শ্ববর্তী সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিস। নজর রাখা হচ্ছে সন্দেহজনক যানবাহনের গতিবিধিতেও।
হাড়হিম মেরঠকাণ্ড!
প্রসঙ্গত, কয়েক মাস আগে মেরঠের মুসকান কাণ্ড (Meerut Murder) সারা দেশকে স্তম্ভিত করে দিয়েছিল। একটি ড্রামের মধ্যে উদ্ধার হয়েছিল মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের (Saurabh Rajput) খণ্ডবিখণ্ড দেহ। লন্ডনে কর্মরত, মেয়ের ৪ বছরের জন্মদিনে দেশে ফেরা সৌরভ রাজপুতকে তাঁর স্ত্রী মুসকান (Muskan Rastogi) ও প্রেমিক সাহিল শুক্লা মিলে নৃশংস খুন করে। খুনের পর দেহ টুকরো টুকরো কেটে ড্রামের মধ্যে ভরে তার মুখ সিমেন্ট দিয়ে সিল করে দেয়। এরপর প্রেমিক সাহিলের সঙ্গে মানালি বেড়াতে চলে যান মুসকান। শেষে ড্রামের মধ্যে থেকে গন্ধ বেরতেই পর্দাফাঁস হয় হাড়হিম মেরঠ হত্যাকাণ্ডের।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)