Home> দেশ
Advertisement

আরও শক্তিশালী নৌবাহিনী, এল সাবমেরিন বিধ্বংসী ‌যুদ্ধজাহাজ আইএনএস কিলতান

আরও শক্তিশালী নৌবাহিনী, এল সাবমেরিন বিধ্বংসী ‌যুদ্ধজাহাজ আইএনএস কিলতান

নিজস্ব প্রতিবেদন:  ভারতীয় নৌসেনার ‌যুক্ত হল ডুবোজাহাজ বিধ্বংসী ‌যুদ্ধজাহাজ আইএনএস কিলতান। সোমবার বিশাখাপত্তনমের ন্যাভাল ডকইয়ার্ড থেকে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। অনুষ্ঠানে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন। জাহাজটি তৈরি হয়েছে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সে।

জাহাজটি তৈরি হয়েছে একেবার দেশিয় প্র‌যুক্তিতে। এর আগে নৌবাহিনীতে দেশিয় প্র‌যুক্তির শিবালিক ক্লাসের আইএনএস কার্মোতা ও কলকাতা ক্লাসের আইএনএস কাদমাতকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কী থাকছে এই জাহাজে! নৌবাহিনী সূত্রে খবর, জাহাজটিতে থাকছে শক্তিশালী টর্পোডো, এএসডাবিলউ রকেট, ৭৬ এমএম ক্যলিবারের কামান, দুটি মাল্টি ব্যারেল ৩০ এমএম গান। থাকছে ১৩ নৌসেনা অফিসার ও ১৭৮ নাবিক। পরে এটিতে কপ্টার নামানোর পরিকাঠামো গড়ে তোলা হবে। জাহাজটিকে শক্তি ‌যোগাবে ৪টি ডিজেল ইঞ্জিন।

আরও পড়ুন-গুরুদাসপুরে 'মোদীর নীতির জন্যই রেকর্ড জয় পেয়েছি', দাবি কংগ্রেসের

Read More