Home> দেশ
Advertisement

Manoharlal Dhakad: গাড়িতেই উদ্দাম যৌনতা! ভাইরাল ভিডিয়োকাণ্ডে গ্রেফতার 'বিজেপি' নেতা...

BJP leader obscene video: ভিডিয়োটি কে ভাইরাল করেছে, ভিডিয়ো ভাইরাল করার পিছনে উদ্দেশ্য কী, তাও তদন্তসাপেক্ষ। জানিয়েছে পুলিস।  

Manoharlal Dhakad: গাড়িতেই উদ্দাম যৌনতা! ভাইরাল ভিডিয়োকাণ্ডে গ্রেফতার 'বিজেপি' নেতা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক্সপ্রেসওয়ের পাশে গাড়ি দাঁড় করিয়ে উদ্দাম যৌনতা! ভাইরাল ভিডিয়োকাণ্ডে গ্রেফতার মধ্যপ্রদেশের বিজেপি নেতা মনোহর লাল ধাকড়। ভিডিয়ো ভাইরাল হওয়ার পর বিতর্ক ছড়াতে রবিবারই তাঁকে গ্রেফতার করে মধ্যপ্রদেশের ভানপুরা থানার পুলিস। যদিও ভিডিয়োর ওই মহিলা এখনও অধরা। এদিকে মন্দসৌর জেলা বিজেপি সভাপতি রাজেশ দীক্ষিত দাবি করেছেন যে, মনোহর লাল ধাকড় দলের প্রাথমিক সদস্য ছিলেন না।

গ্রেফতার মনোহর লাল ধাক্কাদ

মনোহর লাল ধাকড়কে গ্রেফতার প্রসঙ্গে ভানপুরা থানার ইনচার্জ জানিয়েছেন,"তাঁর নামে তিনটি ধারায় মামলা দায়ের হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ২৯৬, ২৮৫ এবং ৩(৫) ধারা অধীনে তাঁকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি আমরা আরও তদন্ত করছি। কারণ ভিডিয়োটি কে ভাইরাল করেছে, ভিডিয়ো ভাইরাল করার পিছনে উদ্দেশ্য কী, তাও তদন্তসাপেক্ষ। ফুটেজটি সিসিটিভিতে পাওয়া গেলেও, যার বা যাদের কাছে এই ক্লিপগুলি রয়েছে, সেগুলি অবশ্যই পুলিসের হাতে হস্তান্তর করতে হবে। এর পিছনে কোনও চক্র আছে কিনা,  আরও কেউ এর সঙ্গে জড়িত কিনা, তার সবটাই খতিয়ে দেখতে হবে।

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের পাশে গাড়ি দাঁড় করিয়ে উদ্দাম যৌনতা!। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া সেই ছবি সামনে আসতেই তোলপাড় পড়ে যায়। তারপর যখন বিজেপি নেতা মনোহর লাল ধাকড়ের রাজনৈতিক পরচিয় সামনে আসে, তখন শুরু হয়ে যায় প্রবল হইচই। ধৃত মনোহরলাল ধাকড়ের স্ত্রীও গ্রামপঞ্চায়েত প্রধান। 

আরও পড়ুন, Snake Bite Scam: এক মহিলা-ই ২৯ বার মৃত! ৪৭ জন ২৮০ বার! 'সাপের কামড়ে' কোটি কোটি টাকার 'দুর্নীতি' এই রাজ্যে...

আরও পড়ুন, Lieutenant Shashank Tiwari: শশাঙ্ক নেই, বিশ্বাসই হচ্ছে না! ২২ বছরের সেনা-অফিসার ছেলেকে হারিয়ে কেঁদেই চলেছেন মা...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More