Home> দেশ
Advertisement

Police-sand mafia nexus: 'ঘুষের বিনিময়ে অফিসার-বালি মাফিয়া আঁতাত! আমাকে ট্রাক্টর চাপা দিয়ে মা*রবে', শেষ ভিডিয়োয় বিস্ফোরক অভিযোগ পুলিসকর্মীর... তারপর কোয়ার্টারেই...

Madhya Pradesh cop exposes police-sand mafia nexus: উর্দি পরা অবস্থাতেই ভিডিয়োগুলি করেন ওই পুলিসকর্মী। "আমি ঠিকমতো খেতে পারছি না। বাবলু যাদব সহ এরা সবাই আমার উপর ট্রাক্টর চালিয়ে মেরে ফেলার হুমকি দিয়েছে।"

Police-sand mafia nexus: 'ঘুষের বিনিময়ে অফিসার-বালি মাফিয়া আঁতাত! আমাকে ট্রাক্টর চাপা দিয়ে মা*রবে', শেষ ভিডিয়োয় বিস্ফোরক অভিযোগ পুলিসকর্মীর... তারপর কোয়ার্টারেই...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুলিস ও বালি মাফিয়ার আঁতাত (police-sand mafia nexus)! সেই চক্র ফাঁস করে দিয়েই আত্মঘাতী পুলিসকর্মী (police cop suicide)। ৫১ বছরের ওই পুলিসকর্মী নিজের পুলিস কোয়ার্টারেই আত্মঘাতী হন। নিজেকে শেষ করার আগে একটি ভিডিয়ো রেকর্ড করেন তিনি (police cop last video)। শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেওয়া সেই ভিডিয়ো তিনি রেকর্ড করেছেন পুলিসের উচ্চপদস্থ অফিসার ও স্থানীয় বালি মাফিয়াদের মধ্যে কোন আঁতাত কাজ করছে! তাঁর উপর হওয়া মানসিক অত্যাচার ও জাতপাত নিয়ে হেনস্থা করারও ভয়ংকর অভিযোগ করেছেন তিনি।

পুলিসকর্মীর বিস্ফোরক ভিডিয়ো

ভয়ংকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) দাতিয়া জেলায়। এএসআই প্রমোদ পাবনের শেষ ভিডিয়ো ঘিরে এখন তোলপাড় সব মহল। শোরগোল পড়ে গিয়েছে ঘুষের বিনিময়ে পুলিসের সঙ্গে মাফিয়াদের আঁতাত নিয়ে! ৫১ বছরের প্রমোদ পাবন মধ্যপ্রদেশের দাতিয়া জেলার গোন্ডান থানায় কর্মরত ছিলেন। নিজেকে শেষ করে দেওয়ার কয়েক ঘণ্টা আগে তিনি ভিডিয়োগুলি করেন। উর্দি পরা অবস্থাতেই তিনি ভিডিয়োগুলি করেন। ভিডিয়োতে প্রমোদ পাবন গোন্ডান থানার ইনচার্জ অরবিন্দ ভাদোরিয়া, কনস্টেবল-ড্রাইভার রূপ নারায়ণ যাদব ও থারেট স্টেশন ইনচার্জ আনফাসুল হাসানের বিরুদ্ধে মানসিক নির্যাতন ও খুনের হুমকির অভিযোগ এনেছেন।

'আমার উপর ট্রাক্টর চালিয়ে মেরে ফেলার হুমকি দিয়েছে'

ভিডিয়োতে পবন এও দাবি করেছেন যে, অফিসাররা তাঁকে জরুরি কাজের জন্যও বার বার ছুটি দিতে অস্বীকার করেছেন। এমনকি অভিযোগ জমা দেওয়ার জন্য পুলিস সুপারিনটেনডেন্ট (এসপি)-এর সঙ্গেও দেখা করতে দেননি। প্রমোদ পবনের বিস্ফোরক অভিযোগ, স্থানীয় বালি মাফিয়া বাবলু যাদব দুই থানার ইনচার্জের মদতেই তাঁকে হত্যার হুমকি দিয়েছে। বাবলু যাদব তাঁকে ট্রাক্টর দিয়ে ধাক্কা দিয়ে মেরে ফেলার হুমকি দিয়েছে। প্রমোদ বলে চলেন, "আমাকে আধার কার্ড তৈরি করতেও স্টেশন থেকে বের হতে দেওয়া হচ্ছে না। প্রতিদিন আমার উপর জাতপাতের অভিযোগ আনা হচ্ছে। আমি ঠিকমতো খেতেও পারছি না। বাবলু যাদব সহ এরা সবাই আমার উপর ট্রাক্টর চালিয়ে মেরে ফেলার হুমকি দিয়েছে।"

সোশ্যাল মিডিয়ায় প্রমোদ পাবনের ভিডিয়ো ও তাঁর সুইসাইড নোট ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসে পুলিসের উপরমহল। পুলিস সুপার জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত অফিসারদের তাঁদের পদ থেকে অপসারণ করা হবে ও একটি নিরপেক্ষ তদন্ত করা হবে।

আরও পড়ুন, Snake in your dream: ঘুমিয়ে ঘুমিয়ে সাপের স্বপ্ন দেখেন? জানেন তার মানে কী? হতে পারে আপনার মনের অবদমিত যৌ*ন ইচ্ছাও...

আরও পড়ুন, Odisha Shocker: হাড়হিম গণধ*র্ষ*ণ! জঙ্গলে নাবা*লিকাকে ছিঁ*ড়ে খেল ৩ বর্বর! পালাতেই ফের ট্রাক চালকের যৌ*ন লাল*সার শিকার...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ... 

iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১

কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)

Read More