Home> দেশ
Advertisement

উত্তরপ্রদেশের পর এবার উত্তরাখণ্ডেও বন্ধ হতে চলেছে ম্যাগি?

উত্তর প্রদেশের পর এবার উত্তরাখণ্ড। নতুন করে বিতর্কে ম্যাগি। পরীক্ষার জন্য ম্যাগির থেকে নমুনা সংগ্রহ করল উত্তরাখণ্ড সরকার। রাজ্য খাদ্য নিরাপত্তা দফতরের কর্মীরা আজ পান্তনগরের নেসলে প্ল্যান্টে থেকে নমুনা সংগ্রহ করেন। নমুনা সংগ্রহ করা হয়েছে দেরহাদুন সহ বিভিন্ন শহরের দোকানগুলির থেকেও। কিছুদিন আগেই উত্তর প্রদেশ সরকার টু মিনিটস নুডলসে মাত্রাতিরিক্ত লেড পায়। ম্যাগির একটি নির্দিষ্ট ব্যাচ বাজার থেকে তুলে নিতে বলে সরকার।

উত্তরপ্রদেশের পর এবার উত্তরাখণ্ডেও বন্ধ হতে চলেছে ম্যাগি?

ওয়েব ডেস্ক: উত্তর প্রদেশের পর এবার উত্তরাখণ্ড। নতুন করে বিতর্কে ম্যাগি। পরীক্ষার জন্য ম্যাগির থেকে নমুনা সংগ্রহ করল উত্তরাখণ্ড সরকার। রাজ্য খাদ্য নিরাপত্তা দফতরের কর্মীরা আজ পান্তনগরের নেসলে প্ল্যান্টে থেকে নমুনা সংগ্রহ করেন। নমুনা সংগ্রহ করা হয়েছে দেরহাদুন সহ বিভিন্ন শহরের দোকানগুলির থেকেও। কিছুদিন আগেই উত্তর প্রদেশ সরকার টু মিনিটস নুডলসে মাত্রাতিরিক্ত লেড পায়। ম্যাগির একটি নির্দিষ্ট ব্যাচ বাজার থেকে তুলে নিতে বলে সরকার।

ম্যাগি বিতর্কের পর নেসলে বিজ্ঞপ্তি জারি করে তাদের কিছু ব্যাচ বাজার থেকে তুলে নিলেও বিতর্ক এখনও পিছু ছারেনি। 

Read More