Home> দেশ
Advertisement

Army Training: ক্লাস ওয়ান থেকেই এবার সেনা প্রশিক্ষণ, সরকার নেবে ২.৫ লাখ এক্স আর্মি

Maharashtra School Student Army Training: পড়ুয়াদের মধ্যে দেশাত্মবোধ, শারীরিক সক্ষমতা গড়ে তুলতে এই উদ্যোগ শিক্ষামন্ত্রীর। বিষয়টি পছন্দ হয়েছে মুখ্যমন্ত্রীর

Army Training: ক্লাস ওয়ান থেকেই এবার সেনা প্রশিক্ষণ, সরকার নেবে ২.৫ লাখ এক্স আর্মি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁও জঙ্গি হামলা ও ভারতের অপারেশন সিঁদুরে তোলপাড় গোট দেশ। এর মধ্যেই বড় সিদ্ধান্ত নিয়ে নিল মহারাষ্ট্র সরকার। স্কুলে প্রথম শ্রেণি থেকেই দেওয়া হবে সেনা প্রশিক্ষণ। এমনটাই ঘোষণা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী দাদা ভুসে। শিশুদের দেশভক্ত, শৃঙ্খলাপরায়ণ ও  শারীরিক সক্ষম করে তুলতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

স্কুলগুলিতে সেনা প্রশিক্ষণ শুরু করতে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হবে। স্কুলগুলিতে প্রশিক্ষণ দেবেন অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা। সঙ্গে থাকবেন এনসিসি ও এমএসএস। মন্ত্রী জানিয়েছেন, সেনা প্রশিক্ষণ পড়ুয়াদের মধ্যে দেশাত্মবোধ, শৃঙ্খলাপরায়ণতা তৈরি করবে। পাশাপাশি তাদের শারীরিক সক্ষম করে তুলবে। সবকিছুই ভবিষ্যতে পড়ুয়াদের কাজে লাগবে।

সূত্রের খবর, শিক্ষামন্ত্রীর ওই পরিকল্পনা মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের পছন্দ হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন করতে রাজ্যের ২.৫ লাখ অবসরপ্রাপ্ত সেনাকে নিয়োগ করা হবে। 

উল্লেখ্য়, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসারণে হামলায় চালায় জঙ্গিরা। ধর্ম জিজ্ঞাসা করে খুন করা হয় ২৬ জনকে। সেই ঘটনার পর ৭ মে পাকিস্তানের ৯ জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় সেনা। শুরু হয়ে যায় অপারেশন সিঁদুর। পাকিস্তানের একাধিক এয়ারবেসে আঘাত করা হয়। পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম অনেকাংশে বিকল হয়ে যায় ভারতের আঘাতে। অন্যদিকে, পাকিস্তানের হামলা আকাশেই ভেস্তে দেয় ভারতের এস ৪০০ সিস্টেম। টানা ৪ দিন সংঘর্ষ চলার পর সংঘর্ষবিরতিতে বাধ্য হয় পাকিস্তান। তার পর থেকেই শাহবাজ শরিফের দেশের ক্ষয়ক্ষতি ধীরে ধীরে বেরিয়ে আসছে।

আরও পড়ুন-নিজের মাথায় গুলি? পুলিসকর্মীর রহস্যজনক আহত হওয়ার ঘটনায় ধোঁয়াশা...

আরও পড়ুন-স্কুল যাচ্ছি বলে আর বাড়ি ফেরেনি, চাষের জমি থেকে উদ্ধার ছাত্রীর গলাকাটা-বিবস্ত্র দেহ

এদিকে, কেন্দ্র জানিয়েছে অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। দুদেশের মধ্যে সংঘর্ষ থামতেই গোয়েন্দাদের হাতে ধরা পড়ে একের পর এক পাক চর। পুলিসের জালে পড়ে যায় জ্যোতি মালহোত্রা নামে এক ইউটিউবার। পাকিস্তানের একাধিক লোকজনের সঙ্গে তার যোগাযোগ সামনে চলে আসে। পাশাপাশি ধরা পড়েন এক সিআরপিএফ জওয়ানও। একইসঙ্গে পাক চরবৃত্তির অভিযোগে ধরা পড়ে এক ডজনেরও বেশি লোকজন। তাদের জেরা করে পাকিস্তানের সঙ্গে তাদের যোগাযোগের বিষয়টি জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।

প্রায়ই যেসব প্রশ্ন জিজ্ঞাসা করা হয়

কোথায় স্কুলে সেনা প্রশিক্ষণ?

মহারাষ্ট্রে।

কারা প্রশিক্ষণ দেবেন

অবসরপ্রাপ্ত সেনাকর্মী, এনসিসি ক্যাডেটরা। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More