নিজস্ব প্রতিবেদন: গুয়াহাটির র্যাডিসন ব্লু হোটেলে রয়েছেন মহারাষ্ট্রের বিদ্রোহী শিবসেনা বিধায়করা। এবার সেই হোটেলের বাইরেই বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী সমর্থকরা।
তৃণমূলের অসম রাজ্যের প্রধান রিপুণ বোরা নেতৃত্ব দেন এই বিক্ষোভে। যদিও এই প্রতিবাদস্থলে বিপুল মাত্রায় পুলিসের উপস্থিতি লক্ষ করা গিয়েছে।
#WATCH | Members and workers of Assam unit of TMC protest outside Radisson Blu Hotel in Guwahati where rebel Maharashtra MLAs, including Shiv Sena's Eknath Shinde, are staying.
— ANI (@ANI) June 23, 2022
Party's state president Ripun Bora is leading the protest here. pic.twitter.com/rfoD0fQSKU
বিক্ষোভকারীরা অসমের বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তারা মহারাষ্ট্রের সরকার পতনের প্রচেষ্টায় সাহায্য করেছেন।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রাজ্যে ব্যাপক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য রাজ্য সরকার কিছুই করেনি। ব্রহ্মপুত্র ও বরাক নদীর বেড়ে যাওয়ায় রাজ্যে বন্যা দেখা দিয়েছে। এই বন্যায় ৫৫ লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মে মাস থেকে এখনও পর্যন্ত বন্যায় ৮৯ জনের মৃত্যু হয়েছে।
একনাথ শিন্ডের সমর্থকরা দাবি করেছেন প্রায় ৪০ জন বিধায়ক হোটেলে রয়েছেন। বিজেপি জানিয়েছে যে এই সংকটের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই এবং এই ঘটনা শিবসেনার অভ্যন্তরীণ সমস্যা।
সূত্র মারফত জানা গিয়েছে, বিজেপি অপেক্ষা করছে একনাথ শিন্ডের সঙ্গে আরও বেশি বিধায়কের যোগ দেওয়ার। তারপরেই পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবে তারা।