Home> দেশ
Advertisement

Maharashtra Murder Case: দুর্ভাগা স্বামী পক্ষাঘাতে শয্যাশায়ী, তাও নাকি পথের কাঁটা! বউ চেপে ধরল আর প্রেমিক বালিশ দিয়ে...

Maharashtra shockinh incident: গত শুক্রবার দুপুরে চন্দ্রসেন যখন ঘুমোচ্ছিলেন, তখনই পরিকল্পনা মতো দিশা তাঁর প্রেমিককে বাড়িতে ডাকেন। খুনের সময় দিশা তাঁর স্বামীকে জোর করে চেপে ধরে রাখেন আর আসিফ মুখে বালিশ চাপা দিয়ে চন্দ্রসেনকে শ্বাসরোধ করে হত্যা করেন।

Maharashtra Murder Case: দুর্ভাগা স্বামী পক্ষাঘাতে শয্যাশায়ী, তাও নাকি পথের কাঁটা! বউ চেপে ধরল আর প্রেমিক বালিশ দিয়ে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রেমিকের সঙ্গে মিলে শয্যাশায়ী স্বামীকে খুনের ছক, স্ত্রীর হাতে মর্মান্তিক পরিণতি যুবকের।

বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে দিশার সম্পর্ক বিশেষ ভাল ছিল না। চন্দ্রসেন প্রায়ই স্ত্রী দিশার চরিত্র নিয়ে সন্দেহ করতেন। এর জেরে দীর্ঘদিন ধরেই দু’জনের মধ্যে চাপা উত্তেজনার পরিবেশ ছিল।

নৃশংস স্ত্রী:  

স্বামী পক্ষাঘাতগ্রস্ত হয়ে বিছানায় শয্যাশায়ী। প্রেমিকের সঙ্গে মিলে বালিশ চাপা দিয়ে তাঁকে খুন করলেন স্ত্রী (Woman and her lover killed her bedridden husband)। প্রথমে ওই মৃত্যুকে স্বাভাবিক বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও ময়নাতদন্তে বেরিয়ে আসে আসল সত্য। শেষমেশ পুলিশের জেরায় সব স্বীকার করে নেন অভিযুক্তরা। মহারাষ্ট্রের নাগপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্বামী পক্ষাঘাতগ্রস্ত:

তেরো বছর আগে চন্দ্রসেন রামটেকে (৩৮) ও দিশা রামটেকের (৩০) বিয়ে হয়। দম্পতি দুই মেয়ে ও একটি ছয় বছরের ছেলে রয়েছে। প্রায় দু'বছর আগে চন্দ্রসেন পক্ষাঘাতগ্রস্ত হয়ে যান। এরপর থেকেই বিছানায় শয্যাশায়ী অবস্থায় তাঁর দিন কাটছিল। সংসার চালানোর জন্য জলের বোতল বিক্রি করে উপার্জন করতেন দিশা।

স্ত্রী দিশার বিবাহ বহির্ভূত সম্পর্ক: 

প্রায় দু’মাস আগে দিশার আলাপ হয় আসিফ ইসলাম আনসারি ওরফে রাজাবাবু টাইরেওয়ালার সঙ্গে যিনি পেশায় একজন মেকানিক। ধীরে ধীরে সেই আলাপ গড়ায় প্রেমে। তারপরই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন দিশা ও আসিফ। এই সম্পর্কের কথা জানতে পারেন চন্দ্রসেন। এনিয়ে দিশা ও তাঁর স্বামীর মধ্যে বচসাও বাধে। এরপরই স্বামীকে খুনের পরিকল্পনা করেন দিশা ও তাঁর প্রেমিক আসিফ।

কী ভাবে মৃত্যু: 

গত শুক্রবার দুপুরে চন্দ্রসেন যখন ঘুমোচ্ছিলেন, তখনই পরিকল্পনা মতো দিশা তাঁর প্রেমিককে বাড়িতে ডাকেন। খুনের সময় দিশা তাঁর স্বামীকে জোর করে চেপে ধরে রাখেন আর আসিফ মুখে বালিশ চাপা দিয়ে চন্দ্রসেনকে শ্বাসরোধ করে হত্যা করেন।কয়েকঘণ্টা পর বাড়ির মধ্যে অচেতন অবস্থায় পাওয়া যায় চন্দ্রসেনকে। তাঁর স্ত্রী প্রথমে দাবি করেন, স্বামীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, শ্বাসরোধ হয়ে চন্দ্রসেনের মৃত্যু! তাঁকে খুন করা হয়েছে।

অপরাধ স্বীকার: 

পুলিশের জিজ্ঞাসাবাদে ধীরে ধীরে ফাঁস হয়ে যায় পুরো ঘটনা। শেষে দিশা নিজের অপরাধ স্বীকার করে নেন। এরপর আসিফকেও গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। আর কেউ এই ঘটনায় জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Read More