Home> দেশ
Advertisement

Abhishek Banerjee TMC Loksabha leader: শৃঙ্খলারক্ষায় কড়া বার্তা, দিল্লিতে বড় পদক্ষেপ মমতার! লোকসভায় এবার তৃণমূলের দলনেতা অভিষেক...

Abhishel bandyopadhyay: এ দিন বৈঠক শুরুর পরই লোকসভায় দলনেতা বদলের বিষয়টি তোলেন তৃণমূলনেত্রী৷ লোকসভার দলনেতা হিসেবে অভিষেকের নাম প্রস্তাব করেন বাকি সাংসদরা৷ সেই প্রস্তাবে অনুমোদন দেন তৃণমূলনেত্রী৷

Abhishek Banerjee TMC Loksabha leader: শৃঙ্খলারক্ষায় কড়া বার্তা, দিল্লিতে বড় পদক্ষেপ মমতার! লোকসভায় এবার তৃণমূলের দলনেতা অভিষেক...

রাজীব চক্রবর্তী:  তৃণমূলের অভ্যন্তরে আরও দায়িত্ব বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশাপাশি এবার থেকে তিনি লোকসভায় তৃণমূলের দলনেতার দায়িত্বও সামলাবেন (Trinamool leader in Lok Sabha)। 

সোমবার দলের সাংসদ, বিধায়কদের সঙ্গে বৈঠকে একথা ঘোষণা করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এতদিন এই পদে ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রের খবর, সুদীপ অসুস্থ, সে কারণেই তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল। সেই কাজ এখন করবেন অভিষেক।

সূত্রের খবর, লোকসভায় এতদিন দলের চিফ হুইপের দায়িত্ব সামলানো কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিনই তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। জানা যাচ্ছে, চিফ হুইপ হতে চলেছেন বারাসাতের সাংসদ ডা. কাকলী ঘোষদস্তিদার।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ৭ আগস্ট দিল্লিতে যাচ্ছেন অভিষেক। মুখোমুখি আলোচনার আশ্বাস অভিষেকের। অভিষেকের কথা মেনে এখনই ইস্তফা দিচ্ছেন না কল্যাণ।

এ দিন বৈঠক শুরুর পরই লোকসভায় দলনেতা বদলের বিষয়টি তোলেন তৃণমূলনেত্রী৷ লোকসভার দলনেতা হিসেবে অভিষেকের নাম প্রস্তাব করেন বাকি সাংসদরা৷ সেই প্রস্তাবে অনুমোদন দেন তৃণমূলনেত্রী৷

সূত্রের খবর, ভার্চুয়াল বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, লোকসভায় যাঁরা আছেন, তাঁরা SIR ও বাংলা ভাষা আন্দোলন নিয়ে রোজ কথা বলা শুরু করুন। সুদীপদা অসুস্থ, তাই কো-অর্ডিনেশনের অভাব হচ্ছে কোথাও একটা। প্রয়োজন হলে একটা কমিটি গড়ুন। এই ভাবে বিশৃঙ্খলা চলতে পারে না।  পাশাপাশি,দলের আগামী রাজনৈতিক কর্মসূচির উপর জোর দিয়েছেন তিনি। সবাইকে বলেছেন, ইলেকশন কমিশন ঘেরাও অভিযান আছে। সেখানেও থাকতে হবে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

Read More