Home> দেশ
Advertisement

Kochi: শরীরচর্চা করতে করতে বুকে হাত! চোখের নিমেষে আচমকাই লুটিয়ে পড়লেন জিমের মাটিতে...

Man Collapse at Gym: সাতসকালে একাই এসে জিম খোলেন। তারপর ব্যায়াম করা শুরু করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ব্যায়াম করতে কিছুটা অস্বস্তি বোধ করেন ৪১-এর ব্যক্তি। বুকে হাত দিয়ে বসে পড়েন, তারপর প্রায় এক মিনিট পর মাটিতে লুটিয়ে পড়েন। 

Kochi: শরীরচর্চা করতে করতে বুকে হাত! চোখের নিমেষে আচমকাই লুটিয়ে পড়লেন জিমের মাটিতে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জিমে ব্যায়াম করতে করতে লুটিয়ে পড়লেন ৪১ বছরের ব্যক্তি। ঘটনাটি ঘটে, কেরালার মুলানথুরুথিতে। মৃত ব্যক্তির নাম রাজু চালাপ্পুরম, তিনি মুলানথুরুথির পেরুমপিল্লির বাসিন্দা ছিলেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় রাজু জিমে একাই ছিলেন। ঘটনাটি ঘটে ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে, চোট্টানিক্কারার প্যালেস স্কোয়ারে অবস্থিত এএনকে ফিটনেস জিমে। 

আরও পড়ুন:Bengaluru Shocker: টিউশন থেকে বাড়ি ফিরল না! ১৩-র ছেলেকে অপহরণ করে জ্বা*লি*য়ে দিল ওরা... মাস্টারমাইন্ড বাড়িরই...

জিম কর্মীরা জানান, রাজু নিয়মিত সদস্য ছিলেন এবং সাধারণত সকাল ৬টার দিকে আসতেন। তবে বুধবার তিনি কিছু ব্যক্তিগত ব্যস্ততার কারণে একটু আগে, অর্থাৎ ৫টা ৫ মিনিটেই এসে জিম খুলে ব্যায়াম শুরু করেন। 
পুলিস আরও জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ব্যায়াম করার মাঝে রাজু অস্বস্তি বোধ করেন। তিনি বুকে হাত দিচ্ছিলেন এবং হেঁটে যাওয়ার সময় অস্থিরভাবে চলছিলেন। পরে তিনি বসে পড়েন এবং প্রায় এক মিনিট পর মাটিতে লুটিয়ে পড়েন। প্রায় ২০ মিনিট পর্যন্ত তিনি অচেতন অবস্থায় পড়ে ছিলেন, তারপর অন্য একজন এসে তাকে দেখতে পান। 

প্রত্যক্ষদর্শী সঙ্গে সঙ্গে সিপিআর দেওয়ার চেষ্টা করেন এবং অন্যদের খবর দেন। রাজুকে দ্রুত আরাক্কুন্নামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাকে বাঁচানো যায়নি।

আরও পড়ুন:LPG Price: সুখবর! মাসের শুরুতেই কমল গ্য়াসের দাম, তবে...

প্রসঙ্গত, কিছুদিন আগে জলপাইগুড়িতে সন্তানকে স্কুলে দিতে এসে মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিভাবক। মৃতের নাম পীযূষ অধিকারী। বাড়ি জলপাইগুড়ি রাখাল দেবী এলাকায়।

জানা গিয়েছে, প্রতিদিনের মতো আজকেও তার সন্তানকে জলপাইগুড়ি ফণীন্দ্র দেব বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে নিয়ে আসে। ক্লাস থ্রি-এর ছেলেকে পৌঁছে স্কুলের পাশে থাকা একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন। সেখানেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিস।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More