জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বয়স মাত্র ১৯। পেটের দায়ে পড়াশোনা ছেড়ে রুটি-রুজি জোগাড়ে কাজ নিয়েছিল একটি চাইনিজ খাবারের দোকানে। সেই দোকানেই কর্মরত অবস্থায় মর্মান্তিক পরিণতি ১৯ বছরের যুবক সূরয নারায়ণ যাদবের। চাইনিজ 'ভেল' বানানোর কাঁচামাল তৈরি করছিলেন সূরজ। সেই সময়ই জড়িয়ে যান পেষাই মেশিনে। আর ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। ভয়াবহ এই ঘটনায় শিউরে উঠছে সবাই।
আদতে ঝাড়খন্ডের বাসিন্দা সূরজ নারায়ণ যাদব কর্মসূত্রেই মুম্বই থাকত। মুম্বইয়ের ওরলিতে রাস্তার ধারে একটি চাইনিজ ফুডের দোকানে কাজ নেন সূরজ। সেখানেই মাঞ্চুরিয়ন ও চাইনিজ 'ভেল'-এর কাঁচামাল তৈরির জন্য গ্রাইন্ডার মেশিন চালাচ্ছিলেন সূরয। তাঁর কোমরের সমান উচ্চতার ছিল মেশিনটি। সূরয যখন ওই মেশিনের ভিতর হাত ঢোকান কাজের জন্য, তখন আচমকাই ওই পেষাই মেশিনে জড়িয়ে যান ওই যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।
মুহূ্র্তের মধ্যে ঘটে যায় ঘটনাটি। গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। এই ঘটনায় দোকান মালিক সচিন কোঠেকারের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিস। প্রাথমিক তদন্তের পর পুলিস জানতে পেরেছে যে, মেশিন চালানোর জন্য প্রয়োজনীয় কোনও প্রযুক্তিগত পূর্ব প্রশিক্ষণ যাদবের ছিল না। দোকান মালিক সচিন কোঠেকার কোনও প্রশিক্ষণ না দিয়েই সূরযকে কাজে রেখেছিলেন। এমনকি তাকে যথাযথ সুরক্ষা ব্যবস্থাও দেওয়া হয়নি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)