Home> দেশ
Advertisement

Rajasthan Horror: 'একটা বাচ্চা ব*লি দিয়ে লিভারটা বের করে আনলেই...', তান্ত্রিকের কথায় বউকে ফেরাতে ৬ বছরের ভাগ্নেকেই...

Alwar Child crime incident: এর পরে তাকে শ্বাসরোধ করে তাকে খুন করেন বলে অভিযোগ। পরে ধারালো কিছু দিয়ে গলায় আঘাতও করা হয়। পুলিশ জানিয়েছে, শিশুটিকে খুন করার পর সেখানেই খড়ের গাদার মধ্যে দেহটি চাপা দিয়ে চলে গিয়েছিলেন তিনি। 

Rajasthan Horror: 'একটা বাচ্চা ব*লি দিয়ে লিভারটা বের করে আনলেই...', তান্ত্রিকের কথায় বউকে ফেরাতে ৬ বছরের ভাগ্নেকেই...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অশান্তির জেরে বাড়ি ছেড়েছিলেন স্ত্রী। সেই স্ত্রীকে আবার বাড়িতে ফেরানোর জন্য 'কালো জাদু' করার চেষ্টা করেন রাজস্থানের এক বাসিন্দা। দাবি করা হচ্ছে, সেই প্রক্রিয়ার জন্য প্রয়োজন ছিল এক শিশুর রক্ত এবং যকৃত। তা জোগাড় করতে নিজেরই ছ'বছর বয়সি ভাগ্নেকে খুনের অভিযোগ উঠল ওই ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি এবং এক স্বঘোষিত 'তান্ত্রিক'কে ইতিমধ্যে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিস।

রাজস্থানের অলওয়ার জেলার ওই শিশু গত শনিবার হঠাৎই নিখোঁজ হয়ে যায়। পরে সেই দিনই সন্ধ্যায় এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে খড়ের গাদার মধ্যে থেকে তার দেহ উদ্ধার করে পুলিস। তার গলায় ধারালো কিছু দিয়ে আঘাতের চিহ্ন ছিল। পরে দেখা যায়, তার শরীরের বিভিন্ন জায়গায় সিরিঞ্জ ফোটানোর চিহ্ন রয়েছে। তা দেখে পুলিসের সন্দেহ, ওই শিশুর শরীর থেকে রক্ত বার করেছিলেন অভিযুক্তেরা।

সেই সূত্র ধরে তদন্ত এগোতে থাকে পুলিস এবং সোমবার গ্রেফতার করে ওই শিশুর মামাকে। পুলিশি জেরায় ভেঙে পড়েন তিনি। স্বীকার করে নেন খুনের কথা। এক 'তান্ত্রিক'-এর কথায় তিনি ওই শিশুকে খুন করেছেন, তা-ও জানান পুলিশকে। সেই তথ্যের ভিত্তিতে মঙ্গলবারই অভিযুক্ত 'তান্ত্রিক'-কেও গ্রেফতার করে পুলিস।

পুলিস সূত্রে খবর, পারিবারিক অশান্তির কারণে অভিযুক্ত ব্যক্তির স্ত্রী বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। এ দিকে ওই ব্যক্তি স্ত্রীকে বাড়িতে ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠেন। সেই সময়েই এই স্বঘোষিত 'তান্ত্রিক'-এর সঙ্গে আলাপ হয় তাঁর। ওই 'তান্ত্রিক' তাঁকে আশ্বাস দেন স্ত্রীকে আবার শ্বশুরবাড়িতে ফিরিয়ে আনবেন। এর জন্য ১২ হাজার টাকা, একটি শিশুর রক্ত এবং যকৃত লাগবে।

মনোজের স্ত্রীকে বশ করে তাকে ফিরে আসতে বাধ্য করার উদ্দেশ্যে সুনীল ১২,০০০ টাকা এবং একটি শিশুর যকৃত এবং রক্ত দাবি করেছিলেন বলে অভিযোগ রয়েছে। মনোজ রাজি হয়ে যান।

১৯ জুলাই বিকেলে মনোজ তার ভাগ্নে লোকেশকে, তার ভগ্নিপতি বিন্টুর ছেলে, টফি কিনে দেওয়ার অজুহাতে বাড়ি থেকে দূরে নিয়ে যান। পরিবর্তে, তিনি ছেলেটিকে গ্রামের একটি নির্জন, অর্ধ-ধ্বংসপ্রাপ্ত বাড়িতে নিয়ে যান। পুলিশ জানায়, সেখানে মনোজ লোকেশকে শ্বাসরোধ করে হত্যা করে এবং সিরিঞ্জ ব্যবহার করে তার রক্ত ঝরানোর চেষ্টা করে। এরপর তিনি খড় এবং কাঠ ভর্তি একটি ঘরে মৃতদেহ লুকিয়ে রাখেন, পরে লিভার বের করার উদ্দেশ্যে।

লোকেশের নিখোঁজ হওয়ার খবর একই দিন তার বাবা জানান। তৎক্ষণাৎ অনুসন্ধান শুরু হয় এবং রাত ৮ টার মধ্যে শিশুটির মৃতদেহ পরিত্যক্ত কাঠামোর মধ্যে লুকিয়ে পাওয়া যায়। প্রাথমিকভাবে, মনোজ লোকেশের সন্ধানে পরিবারের সদস্যদের সাথে যোগ দিয়েছিলেন, এমনকি যেখানে মৃতদেহটি পাওয়া গিয়েছিল সেখানেও গিয়েছিলেন।

পুলিসি তদন্তে উঠে আসে, গত শনিবার দোকান থেকে লজেন্স কিনে দেওয়ার অছিলায় ভাগ্নেকে বাড়ি থেকে বার করে নিয়ে যান অভিযুক্ত। এর পরে গ্রামেরই একটি শুনশান এলাকায় এক পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান তিনি। সেখানে সিরিঞ্জ ফুটিয়ে শিশুর শরীর থেকে রক্ত বার করার চেষ্টা করেন অভিযুক্ত।

এর পরে তাকে শ্বাসরোধ করে তাকে খুন করেন বলে অভিযোগ। পরে ধারালো কিছু দিয়ে গলায় আঘাতও করা হয়। পুলিশ জানিয়েছে, শিশুটিকে খুন করার পর সেখানেই খড়ের গাদার মধ্যে দেহটি চাপা দিয়ে চলে গিয়েছিলেন তিনি। ভেবেছিলেন পরে দেহ কেটে যকৃত বার করবেন। কিন্তু তার আগেই দেহটি পুলিশের নজরে চলে আসে।

আরও পড়ুন:  Fire in Indigo Flight: আবার ইন্ডিগোর ফ্লাইটে টেকঅফের ঠিক আগেই আগুন, পাইলটের আর্তনাদ MAY DAY, MAY DAY! এয়ার ইন্ডিয়ার দোহা ফ্লাইটও...

আরও পড়ুন:  Supreme Court's verdict on 498A: বিরাট পদক্ষেপ সুপ্রিম কোর্টের! 498A মামলায় ২ মাসের আগে কোনও অ্যারেস্ট করা যাবে না...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)


 
Read More