জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাড়ির বিদ্যুতের বিল কত বেশি আসতে পারে? কত অঙ্কের হতে পারে সেই বিল? কল্পনা আছে কোনও....! মধ্যপ্রদেশের বাসিন্দা এক ব্যক্তি এমন অঙ্কের বিদ্যুতের বিল পেলেন যে, তাঁকে ঠাঁই নিতে হল সোজা হাসপাতালে! শুনতে অবাক লাগছে? কিন্তু এটাই সত্যি। এটাই ঘটেছে। মধ্যপ্রদেশের বাসিন্দা ওই ব্যক্তির কাছে ৩,৪১৯ কোটি টাকার বিদ্যুতের বিল আসে। যা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায়। এই বিশাল অঙ্কের বিদ্যুতের বিল দেখে তারপরই অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। সোজা হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে।
মধ্য়প্রদেশের গোয়ালিয়রের বাসিন্দা প্রিয়াঙ্কা গুপ্তা। তাঁর শ্বশুরের কাছেই আসে এমন আজব অদ্ভূতুড়ে বিদ্য়ুতের বিল। ৩,৪১৯ কোটি টাকার সেই বিল দেখেই অসুস্থ হয়ে পড়েন প্রিয়াঙ্কার শ্বশুর। প্রিয়াঙ্কার স্বামী সঞ্জীব কঙ্কনে বলেন, শুধু জুলাই মাসের জন্যই আসে এই বিল। বিল দেখে সন্দেহ হয় তাঁদের। সঙ্গে সঙ্গেই তাঁরা যোগাযোগ করেন মধ্যপ্রদেশ সরকার পরিচালিত বিদ্যুৎ সংস্থার সঙ্গে। যার পরই এই ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে ওই সংস্থাটি।
সংস্থার তরফে এপ্রসঙ্গে বলা হয়, ৩৪১৯ কোটি টাকার বিদ্যুতের বিলটি 'হিউম্যান এরর'। এরপরই সংশোধিত বিলটি পাঠানো হয়। সংশোধিত বিলে টাকার অঙ্কটা ১৩০০। হাঁফ ছেড়ে বাঁচে গুপ্ত পরিবার। জানা গিয়েছে, ২০ জুলাই প্রথম বিলটি আসে। তারপরই পরিবারের অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে বিদ্যুৎ সংস্থা।
আরও পড়ুন, Maharashtra Child Abuse: মায়ের কাছে যেতে চেয়েছিল ছেলে, ৫ বছরের শিশুকে ভয়ংকর শাস্তি দিল বাবা
Kanwar Yatra 2022: রাজপথে 'মহাদেব'-কে নিয়ে ছুটছে ষাঁড়! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো
Shocking: মন্দিরের বাইরে ঘুমানো দর্শনার্থীদের পিষে দিল গাড়ি... হাড়হিম করা ভিডিয়ো!