Home> দেশ
Advertisement

সেক্সে আপত্তি, স্ত্রীর যৌনাঙ্গে অ্যাসিড ঢেলে দিলেন স্বামী

সেক্সে আপত্তি, স্ত্রীর যৌনাঙ্গে অ্যাসিড ঢেলে দিলেন স্বামী

সংবাদদাতা : সেক্স করতে অস্বীকার করায় মহিলার যৌনাঙ্গে অ্যাসিড ঢেলে দিলেন স্বামী। এবার এমনই নৃশংস ঘটনা ঘটল উত্তর প্রদেশে।

সূত্রের খবর, উত্তর প্রদেশের কনৌজে সম্প্রতি এক মহিলার যৌনাঙ্গে অ্যাসিড ঢালার অভিযোগ ওঠে তাঁর স্বামী বিরুদ্ধে। জানা যায়, যৌন সম্পর্ক গড়তে অস্বীকার করায় চোটে যান ওই মহিলার স্বামী। এরপর তিনি আচমকাই স্ত্রীর যৌনাঙ্গে অ্যাসিড ঢেলে দেন বলে অভিযোগ। মহিলার চিত্কারে আশপাশের মানুষ ছুটে এলে, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

আশঙ্কাজনক অবস্থাতেই ওই মহিলার চিকিত্সা চলছে বলে খবর। তাঁর স্বামীর বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর।

আরও পড়ুন : অন্তঃসত্ত্বার  পেটে লাথি পুলিসের, মৃত্যু মহিলার

এদিকে উত্তরপ্রদেশের বরাবাঁকির মনকাপুরে এক অন্তঃসত্ত্বা মহিলাকে পিটিয়ে মারার অভিযোগ উঠল পুলিসের বিরুদ্ধে। বাড়িতে বসেই বেআইনি মদের কারবার চালানো হচ্ছে, এই অভিযোগে ওই মহিলার বাড়িতে হানা দেয় পুলিস। অভিযোগ, এরপরই টেনে হিঁচড়ে বাড়ির বাইরে বের করে এনে, ওই মহিলার পেটে লাথি মারা হয়। মারের চোটে রক্তক্ষরণ শুরু হলে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার।

Read More