Home> দেশ
Advertisement

Man Hands Over Wife to her lover: 'ও মুসকানের মতো পরকীয়ার চক্করে আমাকে খুন করবে!', ভয়ে তিন সন্তান-সহ স্ত্রীকে প্রেমিকের হাতে সঁপলেন যুবক...

Uttar Pradesh News: মেরঠকাণ্ডের পর প্রাণভয়ে কাঁপছেন দেশের একাধিক স্বামী। এবার সন্তান সহ স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী।

Man Hands Over Wife to her lover: 'ও মুসকানের মতো পরকীয়ার চক্করে আমাকে খুন করবে!', ভয়ে তিন সন্তান-সহ স্ত্রীকে প্রেমিকের হাতে সঁপলেন যুবক...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেরঠকাণ্ডের (Meerut) পর প্রাণের ভয়ে নজিরবিহীন কাণ্ড ঘটালেন স্বামী। স্ত্রীর পরকীয়ার (Extra Marital Affair) কথা জানতে পেরে প্রেমিকের হাতে তাঁকে খোদ তুলে দিলেন স্বামী। ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের(Uttarpradesh) লখিমপুরে। জানা গিয়েছে, ৪২ বছর বয়সী গুরনাম সিং তাঁর স্ত্রী রাজেন্দ্র কৌর এবং তাদের তিন সন্তানকে পঞ্চায়েতের সামনে প্রেমিকের হাতে তুলে দেন।

প্রাণের ভয়ে গুরনাম বলেন, 'আমি ভয় পেয়েছিলাম যে আমার স্ত্রী এবং তাঁর প্রেমিক আমাকে মেরে ফেলবে। আমি এমন ঘটনা অনেক দেখেছি।' তিনি  আরও জানিয়েছেন, স্ত্রী প্রায় তিন বছর ধরে তাঁরই খুড়তুতো ভাই সতনামের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এমনকি একাধিকবার স্ত্রীকে পরকীয়া থেকে বেরিয়ে আসতে বলেন। কিন্তু কে কার কথা শোনে। 

আরও পড়ুন:Harry Potter New Series: 'বুড়ো' হয়ে গেছে তাই বদল, নতুন ৩ 'মুখ' নিয়ে ১৪ বছর পর ফিরছে হ্যারি পটার!

অবশেষে গুরনাম হাল ছেড়ে দেন। এবং গ্রামবাসীদের সামনে তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে বলেন। পাল্টা সতনাম বলেন, 'আমি তাঁর এবং সন্তানদের দায়িত্ব গ্রহণ করেছি।' স্থানীয়রা জানিয়েছে, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। বর্তমানে স্বামীদের ভয়ংকর পরিণতি দেখে একাধিক ব্যক্তিরাই ভয়ে দিন কাটাচ্ছেন। এই নিয়ে পুলিসের কাছে কোনও অভিযোগ যায়নি। যদি পরিবর্তীকালে কেউ কোনও অভিযোগ দায়ের করে, তবে মামলার তদন্ত করা হবে।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশে এই ধরণের ঘটনা নতুন নয়। এর আগে স্ত্রীর পরকীয়ার কথা জানতে পেরে প্রেমিকের সঙ্গে নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীর বিয়ে দিয়েছেন স্বামী। শুধু তাই নয়, এই বলে স্ত্রীকে এই বলে আশ্বস্তও  করেছেন যে, "তুমি যাও। আমি আমাদের বাচ্চাদের দেখে রাখব। বাচ্চাদের দায়িত্ব আমার।" 

আরও পড়ুন:Road Accident: ঈদের ছুটিতে বাড়ি ফিরছিল! লরি-অটোর ভয়ংকর সংঘর্ষে মৃত ৬, আহত...

এই খবর ভাইরাল হতেই স্বামী বাবলু জানান যে কোনও উদারতা নয়, আসলে তিনি ভয় পেয়েছেন! পরকীয়ার জেরে মেরঠে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, এছাড়াও চারদিকে স্ত্রীর হাতে স্বামী খুনের ঘটনা যেভাবে ঘটে চলেছে, তাতে ভয়ের থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। তাঁর নিজের যাতে কোনও ক্ষতি না হয়! 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More