Home> দেশ
Advertisement

দীর্ঘ ১০ মাস পর খুলল Mumbai-এর Local Train, সোশ্যাল মিডিয়ার নজর কাড়ল এই ছবি

গত বছর ২২ মার্চ মধ্যরাত থেকে বন্ধ করে দেওয়া হয় মুম্বইয়ের লোকাল ট্রেন

দীর্ঘ ১০ মাস পর খুলল Mumbai-এর Local Train, সোশ্যাল মিডিয়ার নজর কাড়ল এই ছবি

নিজস্ব প্রতিবেদন: সোমবার গড়াল মুম্বইয়ে লোকাল ট্রেনের চাকা। টানা ১০ মাস পর। হাঁফ ছেড়ে বেঁচেছেন শহরতলির মানুষজন। বাণিজ্য নগরীর লাইফলাইন বলে পরিচিত ওই ট্রেনে পা রাখার আগে প্রণাম করলেন এক যাত্রী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি।

আরও পড়ুন-‘দলবদল  শব্দটাই বলতে চাই না, সৌজন্যের রাজনীতিতে বিশ্বাস করি’

গত বছর ২২ মার্চ মধ্যরাত থেকে বন্ধ করে দেওয়া হয় মুম্বইয়ের লোকাল ট্রেন। সোমবার ফের নিত্যযাত্রীদের জন্য খুলে দেওয়া হল ট্রেন। 

ছবিটি প্রথম টুইট করা হয় Himanshu Parmar (@Madan_Chikna) নামের একটি হ্যান্ডেল থেকে। তিনি লেখেন, ১১ মাস পর খুলল লোকাল ট্রেন। এই ছবি মন ছুঁয়ে যায়। 

আরও পড়ুন-মার্চে BJP ব্রিগেডে প্রধানমন্ত্রী Modi?

সোশ্যাল মিডিয়ায় ওই ছবি ছড়িয়ে পড়তেই ওই ছবি দেখে কমেন্ট করেছেন বহু মানুষ। ওই ছবি রিটুইট করে মন্তব্য করেছেন শিল্পপতি আনন্দ মহিন্দ্রা(Anand Mahindra)।

অন্য এক টুইটার হ্যান্ডল থেকে লেখা হয়েছে, এটাই ভারতের সংস্কৃতি। এই পৃথিবীর প্রতিটি কণাকে শ্রদ্ধা জানানোই আমাদের সংস্কৃতি। লাখ লাখ মানুষের ভরসা এই লোকাল ট্রেন(Mumbai Local)। যারা মুম্বইকে জানেন তাঁরা একথা স্বীকার করবেন। ছাড়াও বহু মানুষ রিটুইট করে কমেন্ট করেছেন ওই ছবিতে।

 

Read More