Home> দেশ
Advertisement

Uttar Pradesh: বাঁদর তাড়াতে বাবা ছুঁড়ল কুড়ুল! কাটা পড়ল একরত্তি সন্তানের গলা...

Uttar Pradesh: বাঁদর তাড়ানোর জন্য তাদের দিকে কুড়ুল ছোঁড়ে বাবা। সেই কুড়ুল গিয়ে কোপ মারে দুই বছরের ছেলের ঘাড়ে। বাবার হাতেই মৃত্যু দুই বছরের ছেলের। হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।  

Uttar Pradesh: বাঁদর তাড়াতে বাবা ছুঁড়ল কুড়ুল! কাটা পড়ল একরত্তি সন্তানের গলা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভাগ্যের কী মর্মান্তিক পরিহাস! কার মৃত্যু কখন, কীভাবে হবে কেউ বলতে পারবে না। উত্তরপ্রদেশে(Uttar pradesh) মর্মান্তিক মৃত্যু দুই বছরের ছেলের। বাবা বাঁদর(Monkey) তাড়ানোর জন্য তাদের দিকে কুড়ুল(Axe) ছোঁড়ে। সেই কুড়ুল গিয়ে কোপ মারে তারই দুই বছরের ছেলের ঘাড়ে। 

ঘটনাটি ঘটে, উত্তরপ্রদেশের মোরাদাবাদে। জানা গিয়েছে, আরভ নামে ছেলেটি ঘরের ভিতর খেলছিল। সেই সময় একদল বাঁদর ঘরের ভিতরে ঢুকে পড়ে। এবং বাচ্চাটির বাবা লক্ষ্মণ সিং ভয় পায় যে, বাঁদরগুলি তাঁর ছেলেকে যদি আঘাত করে। সেই ভয়ে, লক্ষ্মণ তাদের তাড়ানোর জন্য বাড়ির ছাদে গিয়ে কুড়ুল নিয়ে আসে আঘাত করার জন্য়।

fallbacks

আরও পড়ুন:Covid 19 Update: লাফিয়ে বেড়ে আক্রান্তের সংখ্যায় বাংলা তৃতীয়, দেশে কোভিড রোগী ৬০০০!

দুর্ভাগ্যবশত, কুড়ুলটি গিয়ে লাগে তারই ছেলের ঘাড়। আরভের চিত্‍কার শুনে বাড়ির লোকজন ত ঘটনাস্থলে ছুটে আসে এবং তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিত্‍সকেরা তাকে মৃত ঘোষণা করে। তার কিছুক্ষণ পরই পরিবার পুলিসকে না জানিয়ে ছেলেটিকে শেষকৃত্য সম্পন্ন করে। সেই থেকেই আত্মীয়দের মনে সন্দেহ জাগে।

লক্ষণের শ্যালক জিতেন্দ্র সিং অভিযোগ করেন, এটি একটি খুন, কোনও দুর্ঘটনা নয়। লক্ষণ তার স্ত্রী অনিতার সঙ্গে ঝগড়ার সময় ছেলেকে খুন করে। তিনি বলেন, 'সোমবার রাতে লক্ষণের সঙ্গে অনিতার ঝগড়া হয়। স্ত্রীকে ঘরে আটকে রেখে মারধরও করে লক্ষণ। রাতে ঝগড়া কমে যায়, কিন্তু মঙ্গলবার সকালে আবার ঝগড়া শুরু হয়। স্বামী-স্ত্রী যখন ঝগড়া করছিল, তখন আরভ তার দাদা রামচন্দ্রের কোলে ছিল। ঝগড়ার সময় লক্ষণ আরভকে ছিনিয়ে নেয়, একটি কুড়ুল তুলে তাকে খুন করে।'

আরও পড়ুন:Bengaluru Stampede: ১১ জনের মর্মান্তিক মৃত্যু! পালাতে গিয়েও পুলিসের জালে RCB কর্তা, আটক আরও ৩...

তিনি আরও অভিযোগ করেন যে, সম্ভবত লক্ষণ তার স্ত্রীকে ভয় দেখানোর জন্য কুড়ুলটি ছেলের ঘাড়ের কাছে নিয়ে গিয়েছিলেন। যা তিনি আগেও করেছেন। তবে এবার একেবারেই ছেলেকে মেরে ফেলেছে। জিতেন্দ্র জানিয়েছেন, তার জামাইবাবু লক্ষণ তার বোনকে প্রায়শই মারধর করত।

জিতেন্দ্রর মনে সন্দেহ আরও জাগে, যখন গ্রামবাসীরা ভিন্ন গল্প বলতে থাকে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More