Home> দেশ
Advertisement

German Shepherd attack: বকেয়া ছুঁয়েছে আকাশ! বিদ্যুত্‍ বিলের টাকা চাইতে গেলেন অফিসাররা, BITER কুত্তা লেলিয়ে দিল 'গুণধর'...

Ghaziabad: বিদ্যুতের বিল না মেটানোয় বাড়িতে হাজির হন অফিসাররা। বাঁচার জন্য নিজের হিংস্র পোষ্যকে লেলিয়ে দেয় বাড়ির মালিক। ইতোমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস।

German Shepherd attack: বকেয়া ছুঁয়েছে আকাশ! বিদ্যুত্‍ বিলের টাকা চাইতে গেলেন অফিসাররা, BITER কুত্তা লেলিয়ে দিল 'গুণধর'...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিদ্যুত্‍ বিল মেটাতে পারেননি। তাই বিল আদায়ে বাড়ির দোরগড়ায় এসে পৌঁছায় বৈদ্যুতিক কর্মকর্তারা। তাদের হাত থেকে বাঁচতে নিজের পোষ্যকে লেলিয়ে দেয় তাদের পিছনে। ঘটনাটি ঘটে, উত্তরপ্রদেশের গাজিয়াবাদে।

আরও পড়ুন:7 Year Old boy Death: ট্রান্সফর্মারের কাছে বল, কুড়োতে গিয়ে হাই ভোল্টেজ তারে বিদ্যুত্‍স্পৃষ্ট সাতের শিশু! ওখানেই...

জানা যায়, গত রবিবার সকাল ১১টা ১৫-তে গাজিয়াবাদের পাইপলাইন রোডে। জানা যায়, অফিসার মনু কুমারী নির্দেশে এনফোর্সমেন্ট টিম অভিযান চালায়। যার নেতৃত্বে ছিলেন গাজিয়াবাদের মুরাদনগরের একটি বাড়িতে। অভিযোগ ছিল যে ওই বাড়ির মালিক দীর্ঘদিন ধরে বিদ্যুত্‍ বিল দিচ্ছেন না।

মনু কুমারী এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, 'আমাদের পরিদর্শনের উদ্দেশ্য সেখানে যাই। তখন গেট খুলে রাশিদ আমাদের সঙ্গে অসহযোগিতা শুরু করে। বারবার অনুরোধ করার পরও সে বাড়িতে ঢুকতে দেয়নি, বরং তার জার্মান শেফার্ড কুকুরটি আমাদের ওপর ছেড়ে দেয়।'

আরও পড়ুন:Road Accident: মায়ের দর্শন সেরে বাড়ি ফিরছিলেন! ২৫ পুণ্যার্থীকে নিয়ে গাড়ি পড়ল খালে, মৃ*ত শিশু-সহ...

তিনি অভিযোগ করেন যে, পোষ্যটি কনস্টেবল অমর সিংকে আক্রমণ করে। এবং তার পোশাক ছিঁড়ে ফেলে এবং মোবাইল ফোনও নষ্ট করে দেয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে বাড়ির মালিক ও রাশিদের বাড়িওয়ালা জাভেদ ঘটনাস্থলে আসে এবং কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। কনস্টেবল অমর সিংহ গুরুতর আহত হন এবং সহকর্মী মোহিত কুমার ও লাইনম্যান শানুর সহযোগিতায় তাকে মুরাদনগর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন বিপদমুক্ত।

গ্রামীণ এলাকার ডিসিপি সুরেন্দ্র নাথ তিওয়ারি জানিয়েছেন, রাশিদকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি বলেন, 'জাভেদ বর্তমানে পলাতক। তাকে ধরতে একাধিক পুলিস দল মোতায়েন করা হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More