Home> দেশ
Advertisement

TCS employee Suicide: 'শুধু প্রেম নয়, আমি শুয়েওছি!', স্ত্রী-র যে স্বীকারোক্তি চরম পদক্ষেপের দিকে নিয়ে গেল মানবকে...

Manav Sharma Suicide: পুরুষদের এবার ভাবা উচিত। এই বলে আত্মহত্যা করেন টিসিএস কর্মী মানব শর্মা। শুধু তাই নয়, স্ত্রীর বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ তোলেন তিনি। এবার পাল্টা স্ত্রীর উত্তরে হতবাক সকলে।

TCS employee Suicide: 'শুধু প্রেম নয়, আমি শুয়েওছি!', স্ত্রী-র যে স্বীকারোক্তি চরম পদক্ষেপের দিকে নিয়ে গেল মানবকে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অতুল প্রসাদের পর মানব শর্মার আত্মহত্যা ফের আলোড়ন তুলেছে গোটা দেশে। চরম পদক্ষেপ নেওয়ার আগে ভিডিয়ো বানিয়ে পুরুষদের কথা চিন্তা করার জন্য বলেছেন। শুধু তাই নয় এই পদক্ষেপের জন্য স্ত্রীকে দায়ী করেন তিনি। 

স্বামীর আত্মহত্যার পর স্ত্রী নিকিতা চুপ থাকেননি। তার বিরুদ্ধে অভিযোগের তিনি পাল্টা উত্তর দিয়েছেন। যা এই ঘটনায় চাঞ্চল্যকর মোড় নিয়ে এসেছে। মানব শর্মার স্ত্রী নিকিতার বিস্ফোরক স্বীকারোক্তিতে তোলপাড় সোশ্যাল মিডিয়া। তিনি স্বীকার করেন যে, তিনি যৌন সম্পর্ক স্থাপন করেছেন।

নিকিতা বলেন, 'আমাদের বিয়ের আগে আমি মানবকে অভিষেকের কথা বলেছিলাম। কিন্তু শারীরিক সম্পর্কে কথা বলিনি।' যদিও নিকিতার এই ভিডিয়োটি মানবের আত্মহত্যার আগে করা। এখন মানবের আত্মহত্যার ঘটনাটি চর্চায় থাকায় এই ভিডিয়ো নেটমাধ্যমে নজর কেড়েছে।

আরও পড়ুন:Swine flu Outbreak: প্রায় ৪০০ মৃত, ২০ হাজারের বেশি আক্রান্ত! ফের ভয়ংকর ভাইরাসের থাবা ভারতে...

ভিডিয়োতে নিকিতা বলেন, 'আমি শারীরিক সম্পর্কে লিপ্ত হই। আমাদের বিয়ের আগে, আমি মানবকে অভিষেকের কথা জানিয়েছিলাম। কিন্তু অভিষেকের সঙ্গে শারীরিক সম্পর্কের কথা লুকিয়ে গিয়েছিলাম। বিয়ের পর মানব আমাকে বারবার অনুরোধ করে যে, অভিষেকের সঙ্গে আমার কী রকম সম্পর্ক ছিল সেটা আমি বলি।' নিকিতা আরও বলেন, 'কিন্তু মানবকে আমি কিছু বলিনি। কারণ আমি ওকে হারিয়ে ফেলার ভয়ে ছিলাম। মানব আমার জীবনে আসার পর আমি অভিষেকের সঙ্গে কোনও রকম যোগাযোগ রাখিনি।'

নিকিতা বলেন, 'আমি মানবকে ভালোবাসতাম। আমার ভুলের জন্য সে আমাকে যে শাস্তিই দিক না কেন, আমি তা মেনে নেব। বারবার অনুরোধ করার পরেও আমি এটা তার কাছ থেকে এটা লুকিয়েছি। তবে ওটা আমার অতীত ছিল। মানবের সঙ্গে থাকার পর আমি কোনও পুরুষের দিকে আড়চোখে তাকায়নি। এখনও আমি আমার জীবনে কাউকে আনতে পারব না। আমি মানবকে সব বলে দিয়েছিলাম। এখন মনে হচ্ছে ওটা আমার সবথেকে বড় ভুল ছিল।'

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি আগ্রায় বাড়ি থেকে টিসিএস কর্মী মানব শর্মার ঝুলন্ত দেহ। চরম পদক্ষেপ নেওয়ার আগে মানব প্রায় সাত মিনিটের একটি আবেগঘন ভিডিয়ো রেকর্ড করেছিলেন। যেটা তাঁর পরিবার মৃত্যুর পর ফোনে খুঁজে পায়। ভিডিয়োটিতে মানব কাঁদতে কাঁদতে 'পুরুষদের নিয়ে চিন্তাভাবনা এবং কথা বলার' জন্য অনুরোধ করেন। সেখানেই তিনি তাঁর চরম পদক্ষেপের জন্য স্ত্রীকে দায়ী করেন। এবং তাঁর এই সিদ্ধান্তের জন্য বাবা-মায়ের কাছে ক্ষমা চেয়ে নেন। সবথেকে গা শিউড়ে ওঠা ব্যাপার হল, মানব ভিডিয়োটি করার সময় গলায় ফাঁস লাগিয়ে বসে রেকর্ড করেন। এবং দড়ির অন্যদিক ফ্যানের সঙ্গে বাঁধা ছিল। 

Disclaimer: আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ... 
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More