ওয়েব ডেস্ক: 'ডটার্স ডে'। বাংলায় যাকে বলে কন্যা দিবস। আগামিকাল, বৃহস্পতিবার দেশজুড়ে পালিত হতে চলেছে কন্যা দিবস। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান মন্ত্রী মানেক গান্ধীর উদ্যোগে কাল থেকে সপ্তাহব্যাপি পালিত হবে কন্যা সপ্তাহ।
আরও পড়ুন- বুরহানকে নিয়ে এমন কী করল পাকিস্তান, যা ভারতের কাছে লজ্জার
কেন্দ্রীয় সরকারের 'বেটি বাঁচাও, বেটি পড়াও'উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়াই হবে এই 'ডটার্স উইক' পালনের মূল উদ্দেশ্য। 'বেটি বাঁচাও, বেটি পড়াও' উদ্যোগের মূল লক্ষ্য হল ভ্রুন হত্যা রোধ, লিঙ্গ অনুপাতে উন্নতি ঘটানো এবং দেশজুড়ে মেয়েদের শিক্ষিত করে তোলা।
কন্যা দিবস পালনের জন্য মানেকা গান্ধী সবার কাছে অনুরোধ করেছেন যাতে তাঁরা এক হ্যাশট্যাগের (#BBPDaughtersWeek) তলায় তাদের মেয়ে, নাতনি, বউমা, শ্বাশুড়িদের সঙ্গে ছবি তুলে পোস্ট করেন। মানেকা নিজে তাঁর পুত্রবধু যামিনী ও নাতনি অনুসুয়ার ছবি পোস্ট করেন।
With my Daughter-̶i̶n̶-̶L̶a̶w̶ Yamini & granddaughter Anasuya. Join me for #BBBPDaughtersWeek #BBBP pic.twitter.com/hEB3APHqiA
— Maneka Gandhi (@Manekagandhibjp) August 8, 2016