Home> দেশ
Advertisement

মঙ্গলের লাইভ ভিডিও পাঠল ভারতের মঙ্গলযান

//t.co/vaY7w5JjW0— ISRO's Mars Orbiter (@MarsOrbiter) October 14, 2014

মঙ্গলের লাইভ ভিডিও পাঠল ভারতের মঙ্গলযান

ওয়েব ডেস্ক: মঙ্গল গবেষণায় এখন সর্বোচ্চ আলোচিত ভারতের মঙ্গলযান (Mars Orbiter) প্রথম লালগ্রহের ভিডিও পাঠাল। ইসরো টুইটার অ্যাকাউন্ট @MarsOrbiter প্রকাশ করে ভাইন ভিডিও।

২৩ সেপ্টেম্বর থেকে লালগ্রহের কক্ষপথে ঘুরছে। এরআগে পাঠিয়েছে মঙ্গলের লাইভ ছবি। মঙ্গলের চাঁদ অর্থাত উপগ্রহ ফোবোসের ছবি পাঠিয়েছে MOM। মঙ্গলের কক্ষপথে পশ্চিম থেকে পূর্বে ঘুরছে ফোবোস। দিনে তিনবার প্রদক্ষিণ করে মঙ্গলের এই উপগ্রহ।

Read More