Home> দেশ
Advertisement

Dental Student Death: বালাসোরের পর উদয়পুর! কলেজ স্টাফের নির্মম আচরণের শিকার হয়ে চরম সিদ্ধান্ত ডাক্তারি ছাত্রীর...

MBBS student suicide: উদয়পুরের ডেন্টাল কলেজে এমবিবিএস ছাত্রীর আত্মহত্যায় উত্তাল পরিস্থিতি। কলেজ স্টাফদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযো উঠে আসে আত্মঘাতী ছাত্রীর সুইসাইড নোটে। ঘটনার পর ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হয়, শিক্ষার্থীরা প্রশাসনের বিরুদ্ধে অন্যায্য আচরণের অভিযোগ তুলে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

Dental Student Death: বালাসোরের পর উদয়পুর! কলেজ স্টাফের নির্মম আচরণের শিকার হয়ে চরম সিদ্ধান্ত ডাক্তারি ছাত্রীর...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওড়িশায় যৌন হেনস্থার অপমানের প্রতিবাদে কলেজের প্রিন্সিপালের ঘরের সামনে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হয় এক ছাত্রী। এই ঘটনায় তোলপাড় দেশ। এই আবহেই ফের কলেজে হেনস্থার অভিযোগ। যার জেরে হস্টেলেই আত্মঘাতী ২৫-এর তরুণী।

আরও পড়ুন:Ahmedabad Student Suicide: স্কুলকরিডরে আঙুলে চাবি ঘুরিয়ে যাচ্ছিল ক্লাস টেনের ছাত্রী! আচমকাই চারতলার বারান্দা থেকে লাফ...

জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের পুলিস কনস্টেবলের একমাত্র মেয়েকে শ্বেতা সিংকে বৃহস্পতিবার রাত ১১ টায় হস্টেলে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। শ্বেতা উদয়পুরের কাছে দেবারতি প্যাসিফিক ডেন্টাল কলেজে শেষ বর্ষের ছাত্রী ছিলেন। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিস।

সেই সুইসাইড নোটে কলেজের দুই স্টাফের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেন। নোটে তিনি নৈনি ম্যাডাম এবং ভগবত স্যার নামে দুজনকে তার এই চরম পদক্ষেপ নেওয়ার পিছনে দায়ী করে যান। হাতে লেখা সেই চিঠিতে উল্লেখ করা যে, কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার সময়সূচিতে অনিয়ম, ছাত্রছাত্রীদের ইচ্ছাকৃতভাবে ফেল করানো এবং বারবার অর্থের দাবি করা হয়।

নোটে আরও দাবি করা হয়েছে, যারা অর্থ সময়মতো দিতে পারে না, তাদের উপর প্রশাসনের তরফ থেকে আলাদা চাপ সৃষ্টি করা হয়। এসব কারণেই মানসিকভাবে ভেঙে পড়ে ছাত্রীটি আত্মঘাতী হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

পুলিস সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাত ১১ টার দিকে শ্বেতাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন তার রুমমেট। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। অন্যদিকে, কলেজ কর্তৃপক্ষ অভিযুক্ত দুই স্টাফকে বহিষ্কার করে।

আরও পড়ুন:Kanthi: 'বাবা, আমি ভুল করিনি...' শেষ চিঠিতে বিদায় জানিয়ে জীবনে দাঁড়ি নবম শ্রেণীর ছাত্রের...

ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন গোটা কলেজ। প্রতিবাদে আগুন জ্বলছে সমস্ত পড়ুয়ারা। সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যায়, ছাত্রছাত্রীরা লেজ গেটের সামনে বিক্ষোভ করছেন। তাঁরা স্লোগান তুলে ন্যায়বিচারের দাবি জানান এবং অভিযুক্ত স্টাফদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। ছাত্রছাত্রীরা মূল গেট অবরোধ করে বসে পড়েন এবং ধরনায় অংশ নেন। সুইসাইড নোটে যাদের নাম উল্লেখ ছিল, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি তোলেন তাঁরা।

ঘটনাস্থলে সুকের থানার পুলিস পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে ছাত্রছাত্রীরা ন্যায়বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যান। বর্তমানে এই ঘটনার তদন্ত চলছে।

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ... 
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More