জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৪ বছরের পুরনো একটি মামলা। সেই মামলায় এবার প্রবীণ সমাজকর্মী মেধা পাটকর গ্রেফতার করল দিল্লি পুলিস। কারণ, আদালতে প্রবেশন বন্ড জমা দেননি তিনি।
ঘটনাটি ঠিক কী? তখন গুজরাটের স্বেচ্ছাসেবী সংগঠন ন্যাশনাল কাউন্সিল অফ সিভিল লিবার্টিজের সভাপতি ছিলেন। ২০০০ সালে মেধার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা। অভিযোগ, সে বছরেরই ২৪ নভেম্বর একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁর মানহানি করেছেন মেধা।
চলতি মাসের শুরুতেই ওই মামলায় মেধাকে দোষী সাব্যস্ত করেন অতিরিক্ত দায়রা বিচারক বিশাল সিং। তবে ভালো আচরণের শর্তে সত্তর বছর বয়সী মেধার প্রবেশনে আবেদন মঞ্জুর করে আদালত। ১ লক্ষ জরিমানা করা হয়। কিন্তু প্রবেশন বন্ড বা ১ লক্ষ টাকা জরিমানা দেওয়া তো দূর অস্থ, আদালতে হাজিরাও দেননি মেধা। এরপর তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। কবে? বুধবার।
এদিকে মেধার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে আইন দায়িত্ব এড়িয়ে যাওয়ার অভিযোগ করেছেন মামলাকারী দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা আইনজীবী গজিন্দর কুমার। তাঁর মতে, অভিযুক্তের সাজায় স্থগিতাদেশের আবেদন 'ক্ষতিকর এবং তুচ্ছ'। ৩ মে মামলার পরবর্তী শুনানি। আদালত জানিয়েছে, সেদিনের মধ্যে মেধা যদি আদালতের নির্দেশ পালন না করেন, তাহলে তাঁর সাজায় স্থগিতাদেশের নির্দেশ পুনর্বিবেচনা করা হতে পারে।
আরও পড়ুন: Amit Shah: 'পাকিস্তানিদের চিহ্নিত করে...' পহেলগাঁও হামলার বদলায় মুখ্যমন্ত্রীদের শাহের কড়া নির্দেশ!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)