জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৪ মার্চ প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন! তারপর দেহ ১৫ টুকরো করে ড্রামবন্দি করে সিমেন্ট দিয়ে সিল করে স্ত্রী মুসকান(Muskan Rastogi) এবং প্রেমিক সাহিল(Sahil Shukla)। মেরঠ(Meerut) হত্যাকাণ্ড দেখে শিউরে ওঠে গোটা দেশ। বর্তমানে মুসকান-সাহিল দুজনেই জেলবন্দি।
সূত্রের খবর, আদালতে নিজের পক্ষে মামলা লড়ার জন্য জেল কর্তৃপক্ষের কাছে আইনের পড়াশোনা করার অনুমতি চেয়েছে মুসকান। জেল কর্মকর্তা এক সংবাদপত্রকে জানিয়েছেন, মুসকান তার আইনজীবীর কাজে সন্তুষ্ট নয়। তাই নিজেই নিজের মামলা লড়ার ইচ্ছা প্রকাশ করেছে।
জেল কর্মকর্তা আরও জানিয়েছেন, মুসকান অষ্টম শ্রেণির পর আর পড়াশোনা করেনি। তাই তার কাছে উচ্চমাধ্যমিকের রেজাল্টও নেই, যা ভারতে আইন পড়ার জন্য বাধ্যতামূলক শর্ত। কর্তৃপক্ষ এখন মুসকানের আইন পড়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি খতিয়ে দেখতে শুরু করেছে। এবং তাকে স্পষ্ট করে বলা হয়েছে যে, এলএলবি কোর্সে ভর্তির জন্য আগে যোগ্য হতে হবে। তাই আগে তাকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে হবে। কর্মকর্তাদের মতে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (IGNOU) জেল ব্যবস্থার মধ্যে বিভিন্ন ধরনের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে।
জেল সুপার বীরেশ রাজ শর্মা বলেন, 'জেলবন্দি হওয়ার পর মুসকানকে তার পরিবারের কেউ দেখা করতে আসেনি। অন্যদিকে সাহিলের ঠাকুমা এবং ভাই তাকে দেখতে আসে। অন্যদিকে মুসকানের আইন পড়ার ইচ্ছা নিয়ে আমরা ভাবছি। যদি তিনি পড়াশোনা করতে চান, তবে জেল কর্তৃপক্ষ তাঁকে সব ধরনের প্রয়োজনীয় সাহায্য করবে।'
এই মাসের শুরুতে মেরঠ পুলিস মুসকান রাস্তোগি ও তাঁর প্রেমিক সাহিল শুক্লার বিরুদ্ধে সৌরভ রাজপুত হত্যাকাণ্ডে প্রায় ১,০০০ পৃষ্ঠার একটি চার্জশিট দাখিল করেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)