Home> দেশ
Advertisement

MiG-21-Mk-1A: ৬২ বছরের সার্ভিসের পর অবসরে MiG-21! রুশ জেটের জায়গায় আকাশ কাঁপাবে Mk-1A, জানুন এ-টু-জেড

MiG-21 Will Be Replaced By Tejas Mk-1A: তিন দশকের সার্ভিসের পর অবসরে মিগ-২১ ফাইটার জেট। এবার তার জায়গায় আসছে এমকে-ওয়ানএ। রইল দেশে বানানো এই যুদ্ধবিমানের এ-টু-জেড...

MiG-21-Mk-1A: ৬২ বছরের সার্ভিসের পর অবসরে MiG-21! রুশ জেটের জায়গায় আকাশ কাঁপাবে Mk-1A, জানুন এ-টু-জেড

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'এন্ড অফ অ্যান এরা'! ভারতীয় সেনায় ৬২ বছরের সার্ভিস দেওয়ার পর অস্তাচলে বহু যুদ্ধের বিশ্বস্ত যোদ্ধা মিগ-২১ ফাইটার জেট (MiG-21)। ভারতীয় বায়ুসেনা (IAF) সেপ্টেম্বরে সোভিয়েত যুগের যুদ্ধবিমানের অবশিষ্ট স্কোয়াড্রনগুলিকে পত্রপাট বিদায় জানাবে। আগামী ১৯ সেপ্টেম্বর চণ্ডীগড় এয়ারবেস থেকে শেষবার উড়বে মিগ-২১ এর শেষ স্কোয়াড্রন। 

১৯৫৫ সালে মিগ ২১ প্রথমবার আকাশে ডানা মেলেছিল। বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হয় ১৯৬৩ সালে। ১৯৬৫  ও ১৯৭১ এর যুদ্ধে লড়া এই মিগই কিন্তু অনেকের কাছে 'ফ্লাইং কফিন'! কারণ 'ঘাতক মিগ ২১' কেড়েছে ২০০ পাইলট ও ৫০ সাধারণের প্রাণ। মিগ এখন ইতিহাসের পাতায়। আর এবার তার জায়গা নিচ্ছে তেজস এমকে-ওয়ানএ (Tejas Mk)

আরও পড়ুন: পাকিস্তানকে বারবার জমি ধরানো যমদূতকে চিরবিদায়! ইতিহাস হয়ে যাচ্ছে বায়ুসেনার MiG-21...

একেবারে আত্মনির্ভর ভারত। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি এই এমকে-ওয়ানএ। নকশা করেছে প্রতিরক্ষা মন্ত্রকের অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি। স্বদেশী হালকা যুদ্ধ বিমানের উন্নত রূপই হচ্ছে এমকে-ওয়ানএ। মিগ-২১ স্কোয়াড্রনের প্রতিস্থাপন করার জন্য এমকে-ওয়ানএ-এর জন্ম। 

এমকে-ওয়ানএ-র মূল বৈশিষ্ট্য এবং আপগ্রেড:

উন্নত অ্যাভিওনিক্স এবং রাডার: এমকে-ওয়ানএ -তে একটি উন্নত এইএসএ রাডার এবং আরও পরিশীলিত ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট রয়েছে, যার মধ্যে রয়েছে একটি রাডার ওয়ার্নিং রিসিভার (আরডব্লিউআর) এবং অ্যাডভান্সড সেল্ফ প্রোটেকশন জ্যামার (এএসপিজে) পড।

উন্নত অস্ত্রশস্ত্র: এটি বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ (বিভিআর) অর্থাত্‍ দৃশ্যমান পরিসরের বাইরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম। রয়েছে আকাশ থেকে আকাশ/ভূমি ক্ষেপণাস্ত্র এবং উন্নত স্বল্প পাল্লার আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র (এএসআরএএএম) দিয়ে সজ্জিত।

দেশীয় ডিজিটাল ফ্লাই-বাই-ওয়্যার সিস্টেম: এমকে-ওয়ানএ -তে ডিজিটালি নিয়ন্ত্রিত ফ্লাই-বাই-ওয়্যার সিস্টেম রয়েছে। যা ঐতিহ্যবাহী যান্ত্রিক ফ্লাইট নিয়ন্ত্রণগুলিকে প্রতিস্থাপন করে চালচলন এবং নিয়ন্ত্রণ বাড়ায়।

উন্নত রক্ষণাবেক্ষণ: এমকে-ওয়ানএ -তে রক্ষণাবেক্ষণযোগ্যতা উন্নত করার জন্য এবং টার্নঅ্যারাউন্ড সময় কমানোর জন্য ডিজাইন করা বৈশিষ্ট্যগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে, যা অপারেশনাল প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নেটওয়ার্ক ওয়ারফেয়ার সিস্টেম: যোগাযোগ এবং নেটওয়ার্কিং ক্ষমতা উন্নত করার জন্য একটি সফ্টওয়্যার-সংজ্ঞায়িত রেডিও (এসডিআর) অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: বিমানবন্দরে চাকরির সুযোগ, 'আকাশছোঁয়া' অঙ্কের বেতন! আবেদনের উর্ধ্বসীমা ৪৫ বছর

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 
  

Read More