Home> দেশ
Advertisement

কালো টাকা লুকিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী, কটাক্ষ লালু পত্নী রাবড়ির

কালো টাকা নিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবী। "প্রধানমন্ত্রী কালো টাকা লুকিয়ে রেখেছেন। লালু জি'র কাছে কালো টাকা নেই। ২৫ বছর ধরে কেস চলছে, কেউ চার আনা টাকাও বের করে দেখাক", মন্তব্য বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু পত্নী রাবড়ি দেবীর। আরও পড়ুন- ‘নোট বাতিল প্রত্যাহার না করলে ছুঁড়ে ফেলুন দিল্লি থেকে’, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আরও সুর চড়িয়ে অল আউট মমতা

কালো টাকা লুকিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী, কটাক্ষ লালু পত্নী রাবড়ির

ওয়েব ডেস্ক: কালো টাকা নিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবী। "প্রধানমন্ত্রী কালো টাকা লুকিয়ে রেখেছেন। লালু জি'র কাছে কালো টাকা নেই। ২৫ বছর ধরে কেস চলছে, কেউ চার আনা টাকাও বের করে দেখাক", মন্তব্য বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু পত্নী রাবড়ি দেবীর। আরও পড়ুন-  ‘নোট বাতিল প্রত্যাহার না করলে ছুঁড়ে ফেলুন দিল্লি থেকে’, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আরও সুর চড়িয়ে অল আউট মমতা

 

 

মোদীর নোট বাতিলের সিদ্ধান্ত নিইয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছেন দেশের তাবড় তাবড় নেতা-নেত্রীরা। সংসদের বাইরে এবং ভিতরে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কোণঠাসা করেছে বিজেপি সরকারকে। নোট বাতিলে সায় নেই বামেদেরও। এবার সুর চড়ালেন রাষ্ট্রীয় জনতা দল। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর এই বক্তব্যে এবার সরগরম বিহার। পাল্টা তোপ দেগেছে বিজেপিও।   

Read More