ওয়েব ডেস্ক: চ্যারিটি বিগিনস অ্যাট হোম বা আপনি আচরি ধর্ম আপরে শিখাও এরকমই বলছেন অনেকে। কারণ, বিজেপির অন্দরেও এবার নোট অভিযান। আটই নভেম্বর থেকে একতিরিশে ডিসেম্বরের মধ্যে লেনদেনের হিসাব পেশ করতে হবে দলের সব বিধায়ক, সাংসদকে। বিজেপি সূত্রের খবর, এমনটাই নির্দেশ দিয়েছিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিসাব পেশ করতে দলের সভাপতি অমিত শাহের কাছে।
এদিকে, নোট ইস্যুতে আজও উত্তপ্ত সংসদের অধিবেশন। বিরোধীদের তুমুল হৈ হট্টগোলে বারোটা পর্যন্ত রাজ্য সভার অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার। কেন নোটবাতিল ইস্যুতে আলোচনা হচ্ছে না, প্রধানমন্ত্রী কেন আসছেন না রাজ্যসভায়, তা নিয়ে প্রশ্ন তোলেন মায়াবতী। ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী সাংসদরা। এরপরেই অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার।