Home> দেশ
Advertisement

রোজভ্যালি কাণ্ডে উঠে এল আরও কয়েকজন প্রভাবশালীর নাম

রোজভ্যালি কাণ্ডের তদন্তে উঠে আসছে আরও কয়েকজন প্রভাবশালীর নাম। তাঁদের বিরুদ্ধে এবার তথ্য প্রমাণ হাতে পেতে চাইছে CBI। গোয়েন্দাদের অনুমান, এঁরা সবাই কোনও না কোনওভাবে রোজভ্যালি কাণ্ডের সঙ্গে যুক্ত।

রোজভ্যালি কাণ্ডে উঠে এল আরও কয়েকজন প্রভাবশালীর নাম

ওয়েব ডেস্ক : রোজভ্যালি কাণ্ডের তদন্তে উঠে আসছে আরও কয়েকজন প্রভাবশালীর নাম। তাঁদের বিরুদ্ধে এবার তথ্য প্রমাণ হাতে পেতে চাইছে CBI। গোয়েন্দাদের অনুমান, এঁরা সবাই কোনও না কোনওভাবে রোজভ্যালি কাণ্ডের সঙ্গে যুক্ত।

প্রাথমিকভাবে তথ্য প্রমাণ খতিয়ে দেখার পরই, এই প্রভাবশালীদের তলব করা হতে পারে। খবর CBI সূত্রে। অন্যদিকে গতকালই দুর্নীতিদমন আইনে খুড়দার আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে CBI। চার্জশিটে গৌতম কুণ্ডু ছাড়াও নাম রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস পালের।

আরও পড়ুন, ৫ দিন বাড়ল সময়সীমা, ৩০ এপ্রিল পর্যন্ত জমা দেওয়া যাবে সার্ভিস ট্যাক্স রিটার্ন

Read More