জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মন্দির চত্বরে গণকবর! এক বা দুটো নয়! ১০০ গণকবর! উদ্ধার কংকাল! সবই নারীদেহের কংকাল! আর এই ঘটনাকে কেন্দ্র করেই কর্ণাটকের জনপ্রিয় তীর্থস্থান ধর্মস্থলকে কেন্দ্র করে সামনে এসেছে ভয়ংকর অভিযোগ। অভিযোগ, বছরের পর বছর ধরে শত শত নারীকে ধর্ষণ করে খুন করা হয়েছে ওই মন্দির চত্বরেই। আর এই ভয়ংকর অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় সারা দেশ (Dharmasthala mass-burial case)।
মন্দিরের এক প্রাক্তন সাফাইকর্মী এই দাবি করেছেন। তিনি দাবি করেছেন, ১৯৯৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত মন্দির কর্তৃপক্ষের প্রভাবশালী ব্যক্তিদের নারকীয় নির্যাতনের শিকার মেয়ে থেকে মহিলাদের দেহ তিনি কবর দিয়েছেন, বেশ কিছু পুড়িয়েওছেন। তাই তাঁর দাবি, নির্যাতিত ও নিহত নারীর সংখ্যাটা ১০০-র বেশিও হওয়াই স্বাভাবিক। সম্প্রতি কিছু কংকাল তিনি খুঁড়ে বেরও করেছেন (Dharmasthala mass-burial case)।
তাঁর অভিযোগ,"অনেক নারীর দেহে ন্যূনতম পোশাক বা অন্তর্বাসটুকু পর্যন্ত ছিল না। যৌন নির্যাতন এবং নৃশংস খুনের স্পষ্ট চিহ্ন ছিল। হয় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। বা শরীরে ক্ষতের কারণে রক্তক্ষরণেই তাঁদের মৃত্যু হয়। যা ভয়াবহ হিংস্রতাকে ইঙ্গিত করে। ছাত্রী সহ ১০০ জনেরও বেশি নারীকে ধর্ষণ, হত্যা এবং কবর দেওয়া হয়েছিল। অনেকে নাবালিকাও ছিল।" এমনটাই লিখেছেন তিনি অভিযোগপত্রে। তাঁর অভিযোগের স্বপক্ষে ধর্মস্থল পুলিসের কাছে কংকালের অবশিষ্টাংশের ছবিও দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ধর্মস্থল কর্ণাটকের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। কর্নাটকের বাইরের মানুষরাও এই তীর্থস্থানের টানে এখানে আসেন। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ধর্মস্থল, ভগবান মঞ্জুনাথের মন্দির। একটি প্রভাবশালী পরিবার এই মন্দিরের পরিচালন ক্ষমতায় আছে বলে জানা গিয়েছে। প্রাক্তন সাফাইকর্মী দাবি করেছেন, অপরাধীদের কেউ কেউ মন্দির প্রশাসনের সঙ্গেও যুক্ত। প্রায় দু' দশক ধরে তাঁকে অসংখ্য নির্যাতিতার দেহ কবর দিতে বা পুড়িয়ে ফেলতে বাধ্য করা হয়েছিল।
তিনি নির্দেশ মানতে না চাইলে, তাকে খুনের হুমকি দেওয়া হত বলেও অভিযোগ তাঁর। ২০০৩ সালে ধর্মস্থলে কলেজ থেকে ভ্রমণের সময় নিখোঁজ হয়ে যান প্রথম বর্ষের এক এমবিবিএস ছাত্রী। প্রাক্তন সাফাইকর্মী মুখ খোলার পর, সেই ছাত্রীর পরিবারের পক্ষ থেকেও তাঁদের মেয়ের নিখোঁজ রহস্যের নতুন করে তদন্তের দাবি জানানো হয়েছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কাছে জমা পড়েছে SIT তদন্তের আবেদনও।
আরও পড়ুন, Gold Price: লক্ষ্মীবার যেতেই সস্তা সোনা! একলাফে দাম কমল প্রায়...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)