জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত ও বাংলাদেশের মধ্যে চাপা অসন্তোষের সম্পর্কের মধ্যে বড় খবর। গুজরাতের সুরত ও আমদাবাদে বাংলাদেশি বিরোধী অভিযানে আটক ১০০০ এর বেশি বাংলাদেশের নাগরিক। এদের দেশে ফেরত পাঠানোর তোড়জোড় শুরু হয়েছে। এমনটাই জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সিংভি। এদের মধ্যে ৮৯০ জনকে আটক করা হয়েছে আমেদাবাদ থেকে এবং ১৩৪ জনকে আটক করা হয়েছে সুরত থেকে। গুজরাত পুলিসের তরফে এটার সবচেয়ে বড় বিদেশি বিরোধী অভিযান বলে রাজ্যের তরফে জানানো হচ্ছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ কয়েকদিন আগেই হুঁশিয়ারি দেন যারা বেআইনিভাবে গুজরাতে বাস করছেন তারা হয় আত্মসমর্পণ করুন নয়তো তাদের গ্রেফতার করে দেশে ফেরত পাঠানো হবে। যারা এদের বেআইনিভাবে আশ্রয় দিয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিক সম্মেলনে হর্ষ সিংভি বলেন, এতজন বাংলাদেশিকে আটক করে ঐতিহাসিক কাজ করেছে গুজরাত পুলিস। আমেদাবাদে ধরা পড়েছে ৮৯০ অবৈধ বাংলাদেশি। অন্যদিকে সুরতে ধরা পড়েছেন ১৩৪ জন। গুজরাতে বসবাসকারী অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে এটাই সবচেয়ে বড় অভিযান। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের অধিকাংশ নথি জাল। ওইসব নথি তারা পেয়েছে পশ্চিমবঙ্গ থেকে। এদের অনেকেই ড্রাগ ও মানব পাচারের সঙ্গে জড়িত। পাশাপাশি দুজন এমন বাংলাদেশিকে ধরা হয়েছে যারা আল কায়দার স্লিপার সেল হিসেবে কাজ করত। এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে পুলিসকে। পাশাপাশি গুজারাটে যেসব পাকিস্তানি ছিলেন তাদের এদেশ ছেড়ে চলে যেতে হবে।
আরও পড়ুন-ধসে ফের বিপর্যস্ত নর্থ সিকিম! আটকে ১৪০০ পর্যটক, চলছে উদ্ধারকাজ...
আরও পড়ুন-বছরে ব্যবসা ১০০০০০০০০০০০! তাও লাভ ভুলে পাকিস্তানকে বয়কট ব্যবসায়ীদের...
পুলিসের কাজের প্রসংশা করে সিংভি বলেন, রাজ্যের দায়িত্ব রাজ্যে যেন কোনও বিদেশি নাগরিক না থাকে। এইসব ধৃত বাংলাদেশিরা কীভাবে ভুয়ো নথিপত্র পশ্চিমবঙ্গ থেকে পেয়েছে তার প্রমাণ পশ্চিমবঙ্গ সরকারকে দেওয়া হবে।
আমেদাবাদের ডিজিপি বিকাশ সহায় বলেন, ধৃতদের জেরা করা হচ্ছে। তাদের নথিপত্র জোগাড় করা হচ্ছে। এইসব বাংলাদেশিদের নথিপত্র জোগাড় হয়ে গেলে তাদের দেশে ফেরত পাঠানো হবে। এনিয়ে বিএসএফের সঙ্গে কথা বলা হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)