Home> দেশ
Advertisement

Watch Mahua Moitra's dance with husband Pinaki Mishra: হাতে হাত, চোখে চোখ! 'রাত কা হামসফর' পিনাকীর বক্ষলগ্না মহুয়ার অন্তরঙ্গ নাচ...

Mohua Moitra Viral Dance Video: মহুয়া এবং পিনাকী উভয়ের রাজনৈতিক যাত্রা কংগ্রেসের মাধ্যমে শুরু হয়েছিল। মহুয়া ২০০৯ সালে কংগ্রেসে যোগ দেন এবং পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। একই সময়ে, পিনাকী ১৯৯৬ সালে কংগ্রেসের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন কিন্তু পরে বিজেডিতে যোগ দেন। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল মহুয়ার বিয়ের ছবি। 

Watch Mahua Moitra's dance with husband Pinaki Mishra: হাতে হাত, চোখে চোখ! 'রাত কা হামসফর' পিনাকীর বক্ষলগ্না মহুয়ার অন্তরঙ্গ নাচ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র সম্প্রতি জার্মানিতে এক ঘরোয়া অনুষ্ঠানে প্রাক্তন বিজেডি নেতা পিনাকী মিশ্রের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। 
সারা দেশ জুড়ে শুভেচ্ছাবার্তায় ভেসে গিয়েছে মহুয়া ও পিনাকীর সংসার। 

ডেস্টিনেশন ওয়েডিং প্রায়ই শোনা যায় বলিউডে-টলিউডে, তবে রাজনীতির ময়দানে সচরাচর তা দেখা যায় না। মহুয়া বরাবরই ছকভাঙা। এবার বিয়ের ডেস্টিনেশনেও ছক ভাঙলেন সাংসদ। 

আরও পড়ুন: Mahua Moitra's controversial Love life: প্রেমের মহুয়া-কথা! চিরকালই ডাকাবুকো-রঙিন, বছর খানেক আগেই বলেছিলেন, পিকচার আভি বাকি হ্যায়...

গত কয়েক বছর ধরে দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল, এবং তাঁদের ঘনিষ্ঠরা জানত যে এই সম্পর্ক বিয়েতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। বর-কনের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ঘনিষ্ঠমহলের দাবি, সবার থেকে আড়ালে একান্তে বিয়ে করার ইচ্ছা থেকেই তাঁরা বেছে নিয়েছেন বার্লিনকে। ৬৫-এর পিনাকী, ৫১-র মহুয়া, দুজনেরই  এটি দ্বিতীয় বিবাহ। 

ব্যক্তিগত জীবনে একাকিত্ব বোধ করেন? মহুয়া বলেছিলেন, 'পিকচার অভি বাকি হ্যায়'। তিনি মনে করেন কে কী খাবেন, কে কী পরবেন এবং কে কাকে ভালবাসবেন, এগুলি একান্তই ব্যক্তিগত বিষয় এবং মৌলিক অধিকার। তিনি এ-ও মনে করেন, এই তিনটি সূচকই বিজেপির শাসনে 'বিপন্ন'। তিনি নিজে কি ব্যক্তিজীবনে একাকিত্ব বোধ করেন?

কৃষ্ণনগরের প্রাক্তন তৃণমূল সাংসদ তথা এ বারের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র জানিয়ে দিলেন, এ সব জীবনের অংশ। এ সব নিয়ে এত ভাবলে চলে না। কিন্তু মহুয়ার কি ভালবাসার মানুষ নেই? হাসতে হাসতে ইঙ্গিত দিয়েছেন মহুয়া। তাঁর জবাব, 'পিকচার অভি বাকি হ্যায়!'

আরও পড়ুন: Mahua Moitra Education Qualification And Career: ম্যাসাচুসেটসে অর্থনীতি-গণিত পাঠ, মর্গ্যানের VP! ঈর্ষণীয় মহুয়ার শিক্ষা-কর্ম...

এই কথা বলার ঠিক এক বছর পরেই সাতপাকে বাঁধা পড়লেন তৃণমূলের বর্ণময় সাংসদ মহুয়া মৈত্র। বার্লিনের প্রাসাদে রাজকীয় আড়ম্বরে বিয়ে সারলেন মহুয়া, পুরীর প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্রের সঙ্গে।

নবদম্পতিকে বলিউডের একটি ক্লাসিক সুরের তালে নাচের একটি ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। ভিডিয়োতে, মৈত্র এবং মিশ্রকে শাম্মী কাপুর এবং শর্মিলা ঠাকুরের 'অ্যান ইভিনিং ইন প্যারিস'-এর 'রাত কে হামসফর' গানের তালে নাচতে দেখা গিয়েছে।

মহুয়া মৈত্রর সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল থেকে এই ভিডিয়ো পাওয়া গিয়েছে।

দেখুন সেই ভিডিয়ো: 

৫ জুন,মহুয়া মৈত্র তার এক্স অ্যাকাউন্টের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিয়ের ছবি শেয়ার করেন। লেখেন: 'ভালোবাসা এবং শুভেচ্ছার জন্য সকলকে ধন্যবাদ! কৃতজ্ঞতা'। সেই সঙ্গে দম্পতির বিয়ের কেক কাটার একটি ছবিও দেখা যায়। পিনাকি মিশ্র একটি কুর্তা-পায়জামা এবং পাউডার গোলাপী নেহেরু জ্যাকেট বেছে নিয়েছিলেন, অন্যদিকে মহুয়া তাঁর বিশেষ দিনের জন্য হালকা গোলাপী সিল্কের বেনারসি শাড়ি এবং হালকা গয়না বেছে নেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

     

Read More