জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্ত্রীয়ের নাবালিকা বোনকে দিনের পর দিন ধর্ষণ করে, কিন্তু তাতেও শান্ত হননি। অপরাধ লুকোতে স্ত্রী-র সঙ্গে মিলেই যা করেছ অভিযুক্ত তাতে চোখ কপালে উঠবে। নিজের শালিকে ধর্ষণ ও গর্ভধারণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার, স্ত্রীও সহযোগিতা ও অপরাধ লুকানোর জন্য আটক তাকেও আটক করেছে বান্দ্রা থানার পুলিস। বছর ৪০ এর এক ব্যক্তি তার স্ত্রীর নাবালিকা বোনকে লাগাতার ধর্ষণ করে গর্ভবতী করে।
স্ত্রীকেও অপরাধ লুকানোর চেষ্টায় এবং নাবালিকাকে বাড়িতেই প্রসব করার জন্য । মেয়েটি হাসপাতালে ভর্তি হওয়ার পর এই ঘটনাটি প্রকাশ্যে আসে। পুলিসের মতে, ওই কিশোরী তার দিদি এবং জামাইবাবুর সঙ্গে একই বাড়িতে থাকত। তার অফিসিয়াল বিবৃতিতে, নাবালিকা অভিযোগ করেছে যে তার জামাইবাবু মার্চ ২০২৪ থেকে জুলাই ২০২৫ এর মধ্যে তাকে একাধিকবার ধর্ষণ করেছে। যখন সে তার বড় বোনকে গর্ভাবস্থার কথা জানায়, তখন সে তাকে হুমকি দেয়। এমনকী কোথাও সাহায্যও চাইতে দেয়নি।
স্বামীর অপরাধ ধামাচাপা দিতে, বড় দিদি ওই নাবালিকাকে কোনো চিকিৎসকের কাছে যেতে বা চিকিৎসার জন্য বাইরে যেতে দেয়নি। বাড়িতেই তার প্রসব করান তিনি। তবে, নাবালিকার শারীরিক অবস্থার অবনতি হলে, তাকে দ্রুত ভরতি করা হয় ভাভা হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা বিষয়টি সন্দেহজনক মনে করে প্রশাসনকে খবর দেন, এমনটাই প্রতিবেদনে জানানো হয়েছে।
এক পুলিস কর্মকর্তা বলেন, “নাবালিকার অবস্থা স্থিতিশীল হওয়ার পর আমরা তার বয়ান রেকর্ড করি। তার বয়ানের ভিত্তিতে তার দুলাভাই ও বড় দিদির বিরুদ্ধে মামলা রুজু করি। পরে দুজনকেই গ্রেফতার করা হয়।” বর্তমানে ওই নাবালিকা ও তার সদ্যোজাত সন্তান হাসপাতালে ভর্তি রয়েছে এবং দু’জনেই স্থিতিশীল আছে বলে পুলিস জানিয়েছে।
একই সঙ্গে, ভুক্তভোগী কিশোরীর বড় দিদির বিরুদ্ধেও অপরাধ সম্পর্কিত তথ্য গোপন করা, প্রমাণ নষ্ট করার চেষ্টা এবং কিশোরীকে হুমকি দেওয়ার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। ভুক্তভোগী কিশোরী হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছে এবং বর্তমানে মা ও শিশু দুজনেই স্থিতিশীল অবস্থায় রয়েছে।
আরও পড়ুন, Delhi: একলা ঘরে ১০ ঘণ্টা নাগাড়ে গেমিং! সন্ধেবেলা বাবা-মা ফিরে দেখলেন দশের ছেলে ওড়নার ফাঁসে...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)