Home> দেশ
Advertisement

Father burnt child with cigarette: কেন ঘুমোচ্ছে না! দুরন্তপনার জন্যে পাঁচের সন্তানকে বেঁধে, জ্বলন্ত সিগারেট দিয়ে বাবা...

Mumbai horror: রাত পৌনে তিনটে নাগাদ মানখুর্দ থানায় অভিযোগ জানিয়েছেন শিশুকন্যার মা। ভিডিও ফুটেজ সহ অভিযোগ জানান, তাঁর শিশুকন্যাকে বেধড়ক মারধর করে এবং সিগারেটের ছ্যাঁকা দিয়ে অত্যাচার করেছে স্বামী। 

Father burnt child with cigarette: কেন ঘুমোচ্ছে না! দুরন্তপনার জন্যে পাঁচের সন্তানকে বেঁধে, জ্বলন্ত সিগারেট দিয়ে বাবা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এত নির্মম যে বাবা হতে পারে তা বোধহয় ঘুণাক্ষরেও বুঝতে পারেনি ছোট্ট মেয়েটি। জেদ করেছিল ঘুমবে না। আর তাতেই বদলে গেল ছবি। মুম্বইয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকন্যাকে ঘুমোতে না যাওয়ার কারণে তার বাবা বেঁধে মারধর করেন বলে অভিযোগ। এখানেই শেষ নয়, সিগারেটের ছ্যাঁকা দিয়ে পুড়িয়ে দেন। এই ঘটনার জেরে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা-র 115(2) এবং 118(1) ধারার অধীনে ইচ্ছাকৃতভাবে বিপজ্জনক বস্তু দিয়ে নিজের কন্যাকে আঘাত করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন, Flash Flood in Himachal Pradesh: মেঘভাঙা বৃষ্টি-হড়পা বানে তছনছ হিমাচল, মৃ*ত ১০, খোঁজ নেই ৩৪ জনের

ঘটনাটি সামনে আসে যখন অভিযোগকারী দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে পুলিস অভিযুক্ত ব্যক্তির স্ত্রীর কাছ থেকে একটি মর্মান্তিক ভিডিয়ো পান, যেখানে দেখা যায় ওই ব্যক্তি নির্মমভাবে তাদের মেয়েকে মারধর করছেন। ভিডিয়োটিতে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি মেয়েটির পা বেঁধে তাকে মারধর করছেন এবং সিগারেট দিয়ে তার গালে ছ্যাঁকা দিচ্ছে। ভিডিয়োটি দেখে আতঙ্কিত হয়ে অভিযোগকারী দ্রুত মানখুর্দ থানায় ছুটে যান এবং পুলিসকে ভিডিয়োটি দেখিয়ে হস্তক্ষেপের অনুরোধ জানান।

অভিযোগকারীর সঙ্গে এক মহিলা পুলিস অফিসার অভিযুক্তের বাড়িতে তদন্তের জন্য পৌঁছয় এবং শিশুটির বাবার মুখোমুখি হন। জিজ্ঞাসাবাদের সময় মেয়েটি জানায়, সে ঠিক সময়ে না ঘুমোনোর কারণে তার বাবা তাকে নির্যাতন করেন। ঘটনার গুরুত্ব বুঝে পুলিস সঙ্গে সঙ্গে মামলা দায়ের করে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করে। বর্তমানে তদন্ত চলছে এবং পুলিস আশ্বস্ত করেছে যে শিশুটির নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন, Ahmedabad Plane Crash: কেন ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত উড়ান? আমদাবাদ বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More