Home> দেশ
Advertisement

মুম্বইয়ে বহুতলে আগুন লেগে মৃত ৭, আহত ২৫

বহুতলে বিধ্বংসী আগুনে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে মুম্বইয়ের পাওয়াইতে। ২৫ জনকে উদ্ধার করেছে দমকল। 

মুম্বইয়ে বহুতলে আগুন লেগে মৃত ৭, আহত ২৫

ওয়েব ডেস্ক: বহুতলে বিধ্বংসী আগুনে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে মুম্বইয়ের পাওয়াইতে। ২৫ জনকে উদ্ধার করেছে দমকল। 

শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আচমকাই আগুন লাগে লেক হোম নামে বাইশতলা বাড়ির চোদ্দোতলায়। দ্রুত আগুন ওপরের দুটি তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একাধিক ইঞ্জিন। কয়েক ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এলেও ৭ জনকে বাঁচানো যায়নি বলে জানান দমকল বিভাগের মুখ্য জনসংযোগ আধিকারিক। মৃতদের মধ্যে দুজন মহিলা। আহতদের মধ্যে বেশকয়েকজন হাসপাতালে ভর্তি। কিভাবে আগুন লাগল, খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 

Read More