মুম্বই: শুক্রবার ব্যস্ত সময়ে ভয়াবহ আগুন লেগে যায় আন্ধেরির বহুতলে। বহুতলটিতে একাধিক অফিস রয়েছে। এদিন সকাল ১১টা নাগদ ২২ তলা বহুতলের ২১ তলায় প্রথম আগুন দেখা যায়। নিমেশের মধ্যে আগুন ছড়িয়ে পরে ২০ তলাতেও।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দকলের ১২টি ইঞ্জিন। দীর্ঘ সময় ধরে চলে আগুন নেভানোর কাজ চলে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। মুম্বই মিউনিসিপালিটির এক আধিকারিক জানিয়েছেন, "অগ্নিকাণ্ডের ঘটনায় ওই বহুতলের কর্মীদের মধ্যের আতঙ্ক ছড়িয়ে পড়ে।" ছুটোছুটি শুরু হয়ে যাওয়ায় উদ্ধারকর্যে বেশখানিকটা দেরিও হয়।
তবে আগুন লাগার পর উদ্ধারকর্যে নিযুক্ত দমকলকর্মীরা অগ্নিদগ্ধ বাড়ির ওপরের তলায় আটকে রয়েছেন। তাঁদের উদ্ধার করতে কোস্ট গার্ডের হেলিকাপ্টারের সাহায্য নেওয়া হচ্ছে।