জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাইলটের (Pilot) বিরুদ্ধে এয়ার হোস্টেসকে (Air Hostess) নিজের বাড়িতে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের।
ঘটনার বিবরণ:
মুম্বইয়ের (Mumbai) কাছে মীরা রোডে নিজের বাড়িতে এক এয়ার হোস্টেসকে ধর্ষণের (Rape) অভিযোগ এক পাইলটের বিরুদ্ধে। মামলা দায়ের করা হয়েছে ওই পাইলটের বিরুদ্ধে। ২৩ বছর বয়সী ওই বিমান সেবিকা একটি বেসরকারি এয়ারলাইন্সে কাজ করেন। চলতি সপ্তাহের শুরুতে তার সহকর্মী, একজন পাইলট, তাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছিল যখন তারা একসঙ্গে লন্ডন থেকে একটি ফ্লাইটে মুম্বই ফিরেছিলেন এবং তারপর দুজনেই মিরা রোডে তাদের নিজ নিজ বাড়িতে যাচ্ছিলেন।
নির্যাতিতার অভিযোগ অনুযায়ী, তার নিজের বাড়িতে ফেরার আগে পাইলট তাকে তার বাড়িতে আমন্ত্রণ জানান। তার বাসভবনে পৌঁছানোর পর, তিনি দেখতে পান যে সেখানে আর কেউ নেই, এবং তারপরেই তিনি নাকি তাকে ধর্ষণ করেন। নয়াঘর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বর্তমানে পলাতক ওই পাইলটের সন্ধানে তল্লাশি শুরু করেছে।
অন্য ঘটনা:
এর আগে আইসিইউতে ঢুকে এক এয়ার হস্টেসকে শ্লীলতাহানি করা হয়েছিল ৷ এয়ার হস্টেসের (air-hostess) অভিযোগে চাঞ্চল্য ৷ অভিযোগ, হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন এক বিমান সেবিকার শ্লীলতাহানির (sexually assaulted) করা হয়েছে। পুলিসে অভিযোগ জানিয়ে ওই মহিলার দাবি, ৬ এপ্রিল গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালের ভেন্টিলেটর সাপোর্টে থাকাকালীন তার উপর যৌন নির্যাতন করা হয়েছে।
গত ৫ এপ্রিল তিনি ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন। আইসিইউ-তে ভর্তি ছিলেন। গত ৬ এপ্রিল ভেন্টিলেটরে থাকাকালীন তাঁকে যৌন হেনস্থা করে হাসপাতালের কয়েকজন কর্মী। ৯ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। পরে বাড়িতে ফিরে স্বামীকে সমস্তটা বলেন তিনি। পুলিসের মতে, ১৩ এপ্রিল যখন তিনি তার স্বামীকে ছেড়ে দেওয়ার পর যৌন নির্যাতনের কথা বলেন, তখন বিষয়টি প্রকাশ পায় এবং পুলিসে অভিযোগ দায়ের হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)