Mumbai Shocker: একটা অন্তর্বাস! সেটাই ধরিয়ে দিল 'খুনি' প্রিন্সিপাল স্ত্রী-কে! স্বামীকে খুনের অভিযোগ অধ্যক্ষ স্ত্রীয়ের বিরুদ্ধে। আর সেই হত্যাকাণ্ডের তদন্তে নেমে খুনের কিনারা করে দিল একটা 'অন্তর্বাস'!
অভিযোগ, বিষ খাইয়ে স্বামীকে করেন অধ্যক্ষ স্ত্রী। তারপর পড়ুয়াদের সাহায্যে জঙ্গলে নিয়ে গিয়ে স্বামীর দেহ পুড়িয়েও দেন। তবে এতকিছু করেও শেষরক্ষা হয়নি। জঙ্গলে পড়ে থাকা পোড়া অন্তর্বাস-ই হত্যাকাণ্ডের পর্দা ফাঁস করে দেয়। ধরা পড়েন খুনি স্ত্রী। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে।
খুনের কিনারায় অন্তর্বাস!
মহারাষ্ট্রের ইয়াবতমাল শহরের কাছে চৌসালা জঙ্গলে ১৫ মে একটি পোড়া দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে পুলিস জানতে পারে, মৃতদেহটি স্থানীয় সানরাইজ বলে একটি ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষ শান্তনু দেশমুখের। সেই পোড়া মৃতদেহের কাছেই উদ্ধার হয় শার্টের টুতরো, বোতাম ও পোড়া অন্তর্বাসও। সেই অন্তর্বাসের একই ব্র্যান্ডের অন্তর্বাস পাওয়া যায় শান্তনু দেশমুখের বাড়িতেও।
যা সন্দেহের তীর গিয়ে ফেলে স্ত্রী নিধি দেশমুখের দিকে। যিনি নিজেও ওই একই স্কুলের অধ্যক্ষ। শেষে পুলিসি জেরার মুখে ভেঙে পড়েন নিধি। স্বীকার করে নেন নিজের অপরাধের কথা। পুলিস সূত্রে খবর, মাত্র এক বছরই হয়েছিল শান্তনু-নিধির বিয়ের। কিন্তু এই এক বছরের ভিতরেই দম্পতির মধ্যে বিরোধ বেডে যায় ভীষণভাবেই।
দাম্পত্য কলহের জেরেই নিধি তাঁর স্বামী শান্তনুকে খুনের পরিকল্পনা করে। সেইমতো ১৩ মে রাতে বিষ খাইয়ে স্বামী শান্তনুকে খুন করেন নিধি। এরপর তাঁর ৩ ছাত্রের সাহায্যে শান্তনুর নিথর দেহ জঙ্গলে নিয়ে গিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। খুনের ঘটনায় স্ত্রী নিধির সঙ্গেই ওই ৩ পড়ুয়াকেও গ্রেফতার করেছে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)