Home> দেশ
Advertisement

Sunny Leone-Emraan Hashmi: নীতিশের বিহারে এবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বসছেন ইমরান হাসমি-সানি লিওনির ছেলে! বৈধ না অবৈধ?

Bihar student: মা ও বাবার নামের কলামে বলিউড অভিনেতা ইমরান হাসমি ও সানি লিওনের নাম লিখেছেন এই শিক্ষার্থী। মজার ব্যাপার হল ইমরান নামের বানানও ভুল লেখা হয়েছে, যা দেখে মানুষ আরও হাসতে শুরু করেছে। 

Sunny Leone-Emraan Hashmi: নীতিশের বিহারে এবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বসছেন ইমরান হাসমি-সানি লিওনির ছেলে! বৈধ না অবৈধ?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছু কিছু সময়ে সোশ্যাল মিডিয়ায় এমন মজার মজার মিম, ভিডিয়ো এবং পোস্ট দেখতে পাই যে কখনও কখনও অবাক করে আবার কখনও হাসি থামানো যায় না। বর্তমানে এমনই এক মজার পরীক্ষার ফর্ম ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই ফর্ম ইন্টারনেট ব্যবহারকারীদের মনে ঝড় তুলেছে যে কেউ কীভাবে এটা করতে পারে। আসলে, সম্প্রতি এক ছাত্রের পরীক্ষার ফর্মের ছবি ভাইরাল হয়েছে। 

আরও পড়ুন, Mumbai: সিন্ডের মহারাষ্ট্র ক্রমেই যোগী UP? এবার মুম্বইয়ে মাদক-জল খাইয়ে বেহুঁশ তরুণীর দেহ-দখল...

সেখানে দেখা যাচ্ছে মা ও বাবার নামের কলামে বলিউড অভিনেতা ইমরান হাসমি ও সানি লিওনের নাম লিখেছেন এই শিক্ষার্থী। মজার ব্যাপার হল ইমরান নামের বানানও ভুল লেখা হয়েছে, যা দেখে মানুষ আরও হাসতে শুরু করেছে। কমেন্ট করে একজন লেখেন, "কুন্দন স্পষ্টভাবে জানেন কিভাবে চোখে পড়তে হয়!" অন্য একজন মন্তব্য করেছেন, "এটি এমন বলিউড টুইস্ট যা আমাদের দরকার ছিল না!"

fallbacks

একজন আবার লিখেছেন, "আমি ভেবেছিলাম সব দেখে ফেলেছি, কিন্তু এটি সেরা!" অন্যরা মজা করে পরামর্শ দিয়েছিলেন যে কুন্দনকে সিনেমা তৈরিতে কেরিয়ার গড়ার। একজন মন্তব্য করেছেন, “পড়াশোনা ভুলে যাও। এই লোকটির স্ক্রিপ্ট লেখা উচিত!'  কুন্দনের পরীক্ষার ফর্ম, 2017-2020 তারিখে। যা দাবি করেছে যে সে সেই সময়কালে বাবাসাহেব ভীমরাও আম্বেদকর বিহার বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র।

ছবিটি রেয়ার ইন্ডিয়ান ইমেজ অ্যাকাউন্টের মাধ্যমে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছিল, যার সঙ্গে সহজ ক্যাপশন ছিল, "বলিউড।" মজার ব্যাপার হল, এই প্রথমবার নয় যে কোনও বলিউড তারকার নাম কোনও পরীক্ষার ফর্ম বা নথিতে এইভাবে উপস্থিত হয়েছে। এই বছরের ফেব্রুয়ারিতে, একটি ভাইরাল ছবিতে উত্তরপ্রদেশ পুলিস কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে অভিনেত্রী সানি লিওনের নাম দেখানো হয়েছিল। প্রবেশপত্রটিতে অভিনেত্রীর দুটি ছবি-সহ লিওনের নাম লেখা ছিল এবং পরীক্ষার কেন্দ্রটি কনৌজের শ্রীমতি সোনা শ্রী মেমোরিয়াল গার্লস কলেজ হিসাবে তালিকাভুক্ত ছিল।

আরও পড়ুন, Ratan Tata: ৩৮০০ কোটির সাম্রাজ্য! রতন টাটার এই বিপুল সম্পত্তি উত্তরাধিকার কে হতে চলেছেন...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More